• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৫১:৪৭ (18-May-2024)
  • - ৩৩° সে:

ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিলো হুথি বিদ্রোহীরা


শনিবার ৪ঠা মে ২০২৪ দুপুর ১২:০৮



ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিলো হুথি বিদ্রোহীরা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

নিজেদের আয়ত্ত্বে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার (৩ মে) টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দেন। খবর রয়টার্সের। 

ইয়াহিয়া সারে বলেন, ‘ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারব, সেখানেই ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমার হামলা চালাব।’  

দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা।  

তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে। 

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা হামাস-ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। 

গাজায় ইসরায়েলি বর্বরতা থামাতে এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা চলছে। এ নিয়ে নতুন করে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের মিসরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ