• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:২৫:৫৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

ভারতে বিলবোর্ডকাণ্ডের মূল হোতা নাটকীয়ভাবে গ্রেপ্তার


শুক্রবার ১৭ই মে ২০২৪ দুপুর ০১:০১



ভারতে বিলবোর্ডকাণ্ডের মূল হোতা নাটকীয়ভাবে গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

গত সোমবার (১৩ মে) ভারতের মুম্বাইয়ে ধুলোঝড়ে বিলবোর্ড বিধ্বস্ত হয়ে ১৬ জনের মৃত্যু ও ৭৫ জন আহত হয়। এই ঘটনায় ভবেশ বিন্দে নামের এক ব্যবসায়ীকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এই ব্যবসায়ী। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের উদয়পুর থেকে। খবর এনডিটিভি।

মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে বারবার জায়গা ও পরিচয় বদল করে বেড়াচ্ছিলেন ভবেশ। গ্রেপ্তার হওয়ার আগে লোনাভালা, থানে এবং আহমেদাবাদে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। শেষে উদয়পুরের এক হোটেলে পরিচয় গোপন করে উঠেছিলেন তিনি। 

তদন্তকারী দল প্রযুক্তিগত দক্ষতা এবং মানুষের বুদ্ধিমত্তার সমন্বয়কে কাজে লাগিয়ে অবশেষে তাকে আটক করে। 

তদন্তকারী দলের একজন কর্মকর্তা বলেন, অভিযানটি খুব গোপনে ছিল, এমনকি উদয়পুর পুলিশও এটি সম্পর্কে জানতেন না। 

পুলিশ জানিয়েছে, এর আগেও অন্তত ২০টি মামলা রয়েছে এই ব্যবসায়ীর নামে। এমনকি রয়েছে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও। 

যে বিলবোর্ডটি ঝড়ের কারণে ভেঙে পড়েছিল, তার দৈর্ঘ্য ও প্রস্থ ছিল ১২০ ফুট করে। অথচ মুম্বাই শহর এলাকায় ৪০ ফুটের বেশি লম্বা বা চওড়া কোনো বিলবোর্ডে ছাড়পত্র দেওয়ার কথা নয়। দুর্ঘটনার পর মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার মৃতদের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সেই সঙ্গে আহতদের চিকিৎসার খরচও বহন করবে সরকার। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->