• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ০২:৪৮:৪১ (14-Oct-2024)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় এখনো অর্ধশত পোশাক কারখানা বন্ধ

সাভার প্রতিনিধি:শিল্পঞ্চল আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় চলছে পুরোদমে কার্যক্রম। তবে আজও প্রায় অর্ধশত কারখানা বন্ধ রয়েছে।সকালে বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়া ও টঙ্গীতে সড়ক অবরোধ করে শ্রমিকরা। আটঘণ্টা ডিউটি, মাসিক বেতন ২৫ হাজার টাকা, বাৎসরিক বেতন পনেরো শতাংশ হারে বৃদ্ধি করা, হাজিরা বোনাস এক হাজার টাকা নির্ধারণ এবং হাজিরার ক্ষেত্রে পনেরো মিনিট পর্যন্ত ছাড় দেয়া প্রত্যেক শ্রমিকের রেশন কার্ড প্রদানসহ, ১৫ দফা দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। জামগড়া, বেরন সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, ঘোষবাগ এলাকার এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ। জানা গেছে শ্রমিকদের নৈরাজ্য ঠেকাতে মালিকপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অধিকাংশ কারখানায় শান্ত পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

-->