দীপু মনি ও আরিফ খান জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
চ্যানেল এস ডেস্ক: হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার রাজধানীর পৃথক স্থান থেকে গ্রেপ্তারের পর তাদের রাতেই ডিবি কার্যালয়ে নেয়া হয়। আজ তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করবে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকা মহানগর আদালতে সোপর্দ করা হবে। দুজনেরই ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।