• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ০১:২৩:১৭ (14-Oct-2024)
  • - ৩৩° সে:

প্রধান শিক্ষকের পদ নিয়ে দুই শিক্ষকের দ্বন্দ্ব, দুজনকেই মারধর করল শিক্ষার্থীরা!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দাবিদার দুই শিক্ষকের দ্বন্দ্বের জেরে, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়ে, হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দাবিদার মো. আবু রায়হান মিয়া, বিদ্যালয়ে থাকাকালীন সময়ে রশিদ মিয়া ও তার সমর্থিত কয়েকজন শিক্ষক এসে, তার ওপর অতর্কিত হামলা চালালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। বুধবার এ ঘটনায় স্কুল চলাকালে শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ মিয়া। বৃহস্পতিবার এ ঘটনায় তদন্ত কমিটি গঠন কোরে, ৩ কার্যদিবসের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে, তদন্ত প্রদিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন। 

-->