• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৯:৫০ (10-Sep-2024)
  • - ৩৩° সে:

হাওরের দৃষ্টিনন্দন হাউজবোট নজর কাড়ছে ভ্রমন পিপাশুদের

সুনামগঞ্জ প্রতিনিধি: হাওর আর পাহাড় ঘেরা সুনামগঞ্জের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াতে সংযুক্ত হয়েছে দৃষ্টিনন্দন হাউসজবোট। হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় নৌপথই পর্যটকদের একমাত্র ভরসা।জেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিকটিলা, শিমুলবাগানসহ আরো অনেক পর্যটন কেন্দ্রে পরিবার-পরিজন নিয়ে সহজেই যাতায়াত করা যায় হাউজবোট দিয়ে। নৌপথে যোগাযোগ ব্যবস্থা আরামদায়ক ও নিরাপদ হওয়ায় ভ্রমনপিপাসুদের চাহিদা এখন হাউজবোট। সেই সাথে দৃষ্টিনন্দন কেবিন, শৌচাগার, খাবারের ব্যবস্থা ও মনোরম পরিবেশ আকৃষ্ট করছে পর্যটকদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের চাহিদা মেটাতে সুনামগঞ্জের নদী ও হাওরে প্রায় ১৩০টি হাউজবোট সচল রয়েছে।জেলা প্রশাসনের নির্দেশনা মেনে হাউসবোট চালানো হচ্ছে বলে জানিয়েছেন হাউজবোট মালিকরা। হাউজবোটের বর্জে যাতে হাওরের পরিবেশ দূষণ না হয় সে জন্য হাউজবোটের মালিকদের যথাযথ গাউডলাইন দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জের পর্যটন শিল্পের বিকাশে হাউসবোটগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। 

-->