• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:২৯:৪১ (29-Sep-2023)
  • - ৩৩° সে:

নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ আজ

চ্যানেল এস ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় মহিলা দল সমাবেশের আয়োজন করেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে বিএনপি ও মহিলা দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। এছাড়াও একই দাবিতে বেলা সাড়ে তিনটায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন ময়দানে গণসমাবেশ করবে ১২ দলীয় জোট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। গণসমাবেশে সভাপতিত্ব করবেন ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার। পৃথকভাবে মালিবাগ মোড়ে বিকাল ৪টায় ছাত্র-শ্রমিক পদযাত্রা করবে এনডিএম। এতে নেতৃত্ব দেবেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। পল্টন কালভার্ট রোডে বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদের একাংশ (রেজা-ফারুক)।