• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:২৭:৪০ (29-Sep-2023)
  • - ৩৩° সে:

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানের বিপক্ষে নামছেন সাবিনারা

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস মিশনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপান। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দিতে চায় সাবিনারা। চীনের হাংঝুতে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। এশিয়ান গেমসে প্রথমবারের মত অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। হাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নামার আগে আত্মবিশ্বাস তলানীতে সাবিনাদের। প্রতিপক্ষ জাপান বলেই যত ভয় টিটুর দলের। ফিফা র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান আট নম্বরে। সাবিনাদের অবস্থান ১৪২। গেল মাসেই নারী বিশ্বকাপ খেলে আসা দলের বেশিরভাগ সদস্যই এসেছেন এশিয়ান গেমসের দলে। তাই এমন প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নারী ফুটবল ইতিহাসে এই প্রথম সূর্যোদয়ের দেশটির বিপক্ষে খেলবে সাবিনারা। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নামার ফুটবলারদের মনোবল ধরে রাখার দিকেই মনোযোগ দিচ্ছে টিম ম্যানেজম্যান্ট। নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করার লক্ষ্য সাবিনাদের। বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, আমাদের মেয়েদেরকে আমরা বুঝাচ্ছি এই ম্যাচটাকে গুরুত্ব সহকারে খেলার জন্য। তাদের মাঝে উৎসাহ জাগাচ্ছি। আমাদের বিশ্বাস একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।   বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আমরা যেন ম্যাচটাতে ভালো পারফর্ম করতে পারি। মাত্র কদিন আগে অকল্যান্ডের ইডেন পার্কে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে জাপান। সুইডেনের বিপক্ষে হেরে বিদায় নেয় তারা। বিশ্বকাপের ম্যাচগুলোর সেই ভিডিও দেখেই মেয়েদের ধারণা দেয়ার চেষ্টা করছেন কোচ টিটু। বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, আমরা নারী বিশ্বকাপের ম্যাচগুলোর ভিডিও নিয়ে কাজ করেছি। আমরা মেয়েদের বুঝাচ্ছি, জাপান কিভাবে ফ্রি কিক কিংবা কর্নার মারে তাই দেখাচ্ছি তাদের। আমি মনে করি এই ম্যাচটা মেয়েদের জন্য বড় একটা শিক্ষা হবে। গেল বছর ১৯ সেপ্টেম্বর দেশের নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য এসেছিলো সাবিনাদের হাত ধরে। বছরঘুরে এই সেপ্টেম্বরেই এশিয়ান গেমসে নতুন অভিযানে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ কঠিন হলেও হাল ছাড়তে চায়না বাংলার জয়ীরাতারা।