রাজধানীতে সিএনজির ধাক্কায় হকার নিহত
চ্যানেল এস, ঢাকা: রাজধানীতে বেপরোয়া গতির সিএনজির ধাক্কায় এক হকারের মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানীর বিজয় সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সিএনজিটি প্রথমে বিজয় সরণি এলাকায় সিগন্যাল অমান্য করে একটি পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। পালাতে গিয়ে দ্বিতীয়বার সড়কে এক সাবেক সচিবের গাড়িতে ধাক্কা দেয়। এরপর বেপরোয়া সিএনজিটি আবার এক হকারকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ওই হকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, ঘাতক সিএনজি এবং চালককে আটক করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।