• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ০২:৪০:২৮ (24-Mar-2023)
  • - ৩৩° সে:

সর্বশেষ সংবাদ

ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় আরাভ খান

চ্যানেল এস ডেস্ক: পুলিশ হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)। সংস্থাটির ওয়েবসাইটে ওয়ান্টেড বাই বাংলাদেশির তালিকার শুরুতেই দেখাচ্ছে আরাভে ওরফে রবিউলের নাম। ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় আসামি রবিউলের নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সকালে ইন্টারপোলের ওয়েবসাইটে দেখা যায়, কথিত আরাভের নাম লেখা হয়েছে রবিউল ইসলাম।  বয়স ৩৫ বছর। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি। তার জন্মস্থান বাগেরহাটে। এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছিলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। প্রসঙ্গত, দুবাইয়ে বিলাসী জীবনযাপন ও সোনার দোকান চালু করে এবং সেখানে সাকিব আল হাসানকে নিয়ে গিয়ে সম্প্রতি আলোচনায় উঠে আসেন আরাভ খান। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়েন তিনি। বেরিয়ে আসে পুলিশ হত্যা মামলার আসামি তিনি। গত সোমবার আরাভের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি দেয় বাংলাদেশ। আলোচিত আরাভ খানের জাতীয় পরিচয়পত্রে নাম আছে রবিউল ইসলাম। তার বাংলাদেশি পরিচয়পত্র থাকলেও সংযুক্ত আরব আমিরাতে তিনি ভারতীয় পাসপোর্ট নিয়ে গেছেন। নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইসি সূত্রে জানা গেছে, আরাভ খানের এনআইডিতে নাম আছে রবিউল ইসলাম। এনআইডিতে তার পিতার নাম মতিউর রহমান, মায়ের নাম লাকি এবং স্ত্রীর নাম রুমা। ৎএনআইডির তথ্য অনুযায়ী তার জন্মস্থান বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নে।

শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩৬

ঝালকাঠির রাজাপুরে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

চ্যানেল এস ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ওই গাড়ির সুপারভাইজার এবং অপরজন যাত্রী। শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসের আহত যাত্রীদের উদ্ধার করেছেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বরিশাল-পাথরঘাটা সড়কের রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় যাত্রীবাহী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপার ভাইজার ও একজন যাত্রী নিহত হয়েছে। বাসে আরোহী ৩০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।তিনি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত ওই বাসের চালককে বরিশালে পাঠানো হয়েছে। বাকি আহতদের রাজাপুর ও ভান্ডারিয়া হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩৬

ইসির সংলাপে অংশ নেবে না বিএনপি

চ্যানেল এস ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। আমন্ত্রণের চিঠি পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসির সংলাপে যাবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি।মহাসচিব বলেন, আমাদের অবস্থান খুবই পরিষ্কার, নির্বাচন কমিশনের কোনো আলোচনায় আমরা যাব না। কারণ নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করা অর্থহীন।এর আগে, বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই সংলাপে বিএনপির সমমনা দলগুলোও অংশ নিতে পারবে বলে জানানো হয়।বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তরে চিঠি পৌঁছে দেয় ইসি। পরে সেখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠিটি পৌঁছে দেওয়া হয়।ইসি সূত্র জানায়, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গত বছরের ১৭ থেকে ৩১শে জুলাই পর্যন্ত দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে। গত ২০শে জুলাই বিএনপির সঙ্গে সংলাপের দিনক্ষণ থাকলেও দলটি তা বর্জন করে। বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন ও ইসির সংলাপ বর্জন করার প্রেক্ষিতে বিশেষ সংলাপের আমন্ত্রণ জানান সিইসি।

শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩৬

শুরু হলো পবিত্র মাহে রমজান

চ্যানেল এস ডেস্ক: রমজান হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাসে ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান রোজা পালন করা হয়। পুরো বিশ্বের মুসলমানরা চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা রাখেন। আর বছর ঘুরে ফিরে এসেছে সেই মাহে রহজান।  রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন নাজাতের। রমজান মাসের বিশেষ আমলগুলোর মধ্যে রয়েছে- তারাবি নামাজ। রাসুলুল্লাহ (সা.) তারাবির নামাজের প্রতি উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও পরকালের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল (তারাবি) আদায় করবে, তার অতীতের পাপ মার্জনা করা হবে।’ (নাসায়ি, হাদিস : ২২০৫)নিয়ম মোতাবেক গতকাল রাতে দেশে রমজান মাসের প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এশার নামাজের পর সারা দেশের মসজিদগুলোতে তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাষ্ট্রপতির বাণী : রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি এবং সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটানো ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষ্যে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বরকতময় মাহে রমজান মাস মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় উল্লেখ করে তিনি বলেন, সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসটি পালন করে থাকে। সিয়াম সাধনা ধনী-গরীব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।প্রধানমন্ত্রীর বাণী : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়।বাণীতে তিনি বলেন, ‘সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।’পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আসুন আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সকল প্রকার কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।’

শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩৬

পদ্মা লাইফের ব্যবসায়িক সভা অনুষ্ঠিত

চ্যানেল এস ডেস্ক:পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ(২৩ মার্চ) বৃহস্পতিবার দুপুরে কোম্পানীর প্রধান কার্যালয়ে কোম্পানীর ডিএমডিদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসি চেয়্যারম্যান সারওয়ার আলম, ক্লেইম কমিটির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ও সকল ডিএমডি উপস্থিত ছিলেন।সভায় কোম্পানীর ব্যবসায়িক কর্মপরিকল্পনা ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে সভা সূত্রে জানা গেছে।

শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ রাত ১২:৩১

মহাকাশে কীভাবে রোজা রাখবেন নভোচারী আলনেয়াদি?

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশে রমজান মাস ও ঈদ কাটাবেন আমিরাতের নভোচারী সুলতান আলনিয়াদি। গত ২৬ ফেব্রুয়ারি আমিরাতের নিয়াদি, নাসার স্টিফেন বোয়েন, ওয়ারেন হোবার্গ, রাশিয়ার আন্দ্রে ফেডিয়ায়েভসহ ছয় সদস্যের একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে যাত্রা শুরু করেন। সেখানে তারা ছয় মাস অবস্থান করবেন। ইসলামে রমজান মাসের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা আবশ্যক। এ সময় সবধরনের পানাহার থেকে বিরত থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে সম্পন্ন হয় একটি পূর্ণ রোজা। কিন্তু সূর্যের উদয়-অস্তের এ নিয়ম যদি হঠাৎ বদলে যায়, তাহলে? ঠিক এ প্রশ্নেরই মুখে পড়েছেন আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রের মুসলিম নভোচারী সুলতান আলনেয়াদি। মহাকাশে অবস্থিত গবেষণাকেন্দ্রটি প্রতি ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল (২৭ হাজার ৬০০ কিলোমিটার) বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। সেখানকার নভোচারীরা প্রতিদিন ১৬বার করে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান অর্থাৎ প্রতি ৯০ মিনিট পরপর সূর্যাস্ত-সূর্যোদয় দেখেন তারা। গত ৩ মার্চ মহাকাশকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরুর আগে এ বিষয়টি নিয়েই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সুলতান আলনেয়াদি। বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা পালন করছেন তার দেশ আমিরাতসহ বিভিন্ন দেশের মুসলিমরা। বাকি দেশগুলোতেও শুক্রবার থেকে রোজা শুরু হবে। কিন্তু পবিত্র এ মাসে পৃথিবীর কোনো দেশে তো নয়ই, থাকছেন মহাকাশে। তাহলে তিনি রোজা পালন করবেন কোন নিয়মে? এ বিষয়ে প্রশ্ন করা হলে আলনেয়াদি বলেন, নভোচারী হিসেবে তিনি একজন ‘ভ্রমণকারী’। এটি তাকে সারা পৃথিবীর মুসলিমদের সঙ্গে একই সময়ে রমজান পালনের বাধ্যবাধকতা থেকে মুক্ত করেছে। তার ভাষ্যমতে, আমরা আসলে রোজা ভাঙতে পারি। (মহাকোশে) এটি বাধ্যতামূলক নয়। এর আগে, ২০০৭ সালে রমজানের কয়েক দিন মহাকাশে কাটিয়েছেন মালয়েশিয়ার নভোচারী শেখ মুসজাফর শাকর। সেখানে মহাকাশচারীদের সঙ্গে ঈদ উৎসবও পালন করেছেন বলে জানা যায়। ২০১৯ সালে আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আট দিন কাটান।সূত্র: সিএনএন

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ রাত ১০:৫৬

বাবা হলেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম ফের বাবা হয়েছেন। তৃতীয়বারের মতো বাবা হয়েছেন তিনি। দুই ছেলে সন্তানের পর তৃতীয় সন্তানের বাবা হওয়ায় উচ্ছ্বসিত এ গায়ক।বৃহস্পতিবার (২৩ মার্চ) সোশ্যাল মিডিয়ায় তৃতীয় সন্তানের বাবা হওয়ার কথা জানিয়েছেন আতিফ আসলাম। কন্যাসন্তানের বাবা হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সোশ্যালে জানান, ‘আমার হৃদয়ের নতুন রানি এসে গেছে।’ এর আগে গত কয়েক মাস ধরে গায়কের স্ত্রী সারা ভারওয়ানার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছিল। তবে সেই সময় এ নিয়ে কিছুই জানাননি তারা। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, কন্যাসন্তানের প্রথম ঝলক ফেসবুকে শেয়ার করেছেন আতিফ আসলাম। যদিও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। বিউটি স্লিপ স্টিকারে মেয়ের মুখ ঢাকা, আর পরনে গোলাপি রঙের পোশাক। একই রঙের ব্ল্যাঙ্কেটে শুয়ে আছেন। মাথায় সাদা রঙের বো। আর দু-হাত মুঠো করে ঘুমিয়ে আছেন গায়ককন্যা। জনপ্রিয় এ গায়ক কন্যাসন্তান হওয়ার খবর জানিয়ে একই সঙ্গে তার নামও প্রকাশ করেছেন। নাম রেখেছেন হালিমা আতিফ আসলাম। হালিমা আরবি শব্দ। যার অর্থ উদার এবং ধৈর্যশীল। আতিফ আসলাম জানান, অবশেষে অপেক্ষার অবসান... হৃদয়ের নতুন রানি এসে গেছে। সারা আর বাচ্চা দুজনই একবারে সুস্থ রয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের। রমজানের শুভেচ্ছা হালিমা আতিফ আসলামের পক্ষ থেকে।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ রাত ১০:৪৩

বগুড়ার আলোচিত সেই বিচারককে প্রত্যাহার

চ্যানেল এস ডেস্ক: বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগে অতিরিক্ত জেলা জজ রুবাইয়া ইয়াসমিনকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ঝাড়ু দেওয়া নিয়ে সহপাঠীদের সাথে দ্বন্দ্ব হয় বগুড়ার অতিরিক্ত দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনের মেয়ের।এর জেরে, গত মঙ্গলবার ২১ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মাধ্যমে মেয়ের সহপাঠীদের অভিভাবকদের ডেকে এনে পা ধরে ক্ষমা চেয়ে অপদস্থ করার অভিযোগ উঠে অতিরিক্ত দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে।এ ঘটনার পরে শিক্ষার্থী এবং অভিভাবকরা বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রাত ৯টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত জজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে, ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে রাখা হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন বলেন, ‘কার্যক্রম শুরুর ১৫ কর্ম দিবসের মধ্যে আমাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি।’

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ রাত ০৮:৩৬

রোজায় মুরগির দাম কমতে পারে ৩০-৪০ টাকা

চ্যানেল এস ডেস্ক: চার কোম্পানি মুরগির মিলগেটে দাম ১৯০ থেকে ১৯৫ টাকা নির্ধারণ করেছে। আগামীকাল শুক্রবার (২৩ মার্চ) থেকে কাজী ফার্মস, প্যারাগন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, আফতাব বহুমুখী ফার্মস ও সিপি বাংলাদেশের মিলগেটে এ দামে ব্রয়লার মুরগি বিক্রি হবে। বৃহস্পতিবার (২৩ মার্চ) অযৌক্তিক দামে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি করায় চার কোম্পানিকে তলব করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর কোম্পানিগুলো মিলগেটে নির্ধারিত এ দামে মুরগি বিক্রি করার প্রতিশ্রুতি দেন। তবে ভোক্তা পর্যায়ে মুরগির দাম কতো হবে সেটা নির্ধারণ হয়নি। এর আগে কোম্পানিগুলো অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে ব্রয়লার মুরগির অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন। পরে সভাকক্ষে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কোম্পানিগুলো আজ ২৩০ টাকায় মিলগেটে ব্রয়লার বিক্রি করেছে। কাল থেকে ১৯০-১৯৫ টাকায় বিক্রি করবে। আশা করছি ভোক্তা পর্যায়ে এখন দাম ৩০-৪০ টাকা কমবে। তিনি বলেন, আজ কোম্পানিগুলো আমাদের বলছে ফিডের দাম বাড়ার কারণে এখন উৎপাদন খরচ বেড়েছে। তবে আমরা এও বলছি মুরগির দাম কোনোভাবেই ২০০ টাকার বেশি যৌক্তিক নয়। কোনোভাবে ৫০-৬০ টাকা বাড়তি দাম কাম্য নয়। কোন খাতে সরকার বেশি ইন্টারাপ্ট করলে সমস্যা, আমরা আপনাদের সাপোর্ট দেবো। কিন্তু বাড়তি দাম মানবো না। তাই তারা দাম কমানোর বিষয়ে রাজি হয়েছে। তিনি বলেন, এখন মিলগেট থেকে দাম নিধারিত হবে। এরপর হাত বদলের দাম কতো বাড়ছে, সেটা আমরা দেখবো। গোয়েন্দা সংস্থা তদারকি করবে। এরপর কোনো সমস্যা হলে, সমাধান না হলে আমদানি উন্মুক্ত করে দেবো। উল্লেখ্য, দেশে সব রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লারের দাম। সোনালি, লেয়ার, দেশি মুরগির দামও বেড়েছে পাল্লা দিয়ে। সাধারণ মানুষের পাত থেকে হারাতে বসছে প্রয়োজনীয় এ আমিষ। ভোক্তা অধিকার বলছে, ব্রয়লারের দাম ২৯০ টাকা কেজি কোনোভাবেই যৌক্তিক নয়।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ রাত ০৮:৩২

এবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার

চ্যানেল এস ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটি থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে। এতে খরচ হবে প্রায় ৫৭৯ কোটি টাকা। বৃহস্পতিবার (২৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি এলপি থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৭৮ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ১২২ টাকা। এর আগে গেল ৯ মার্চ অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬১৮ কোটি ২১ লাখ ১৯ হাজার ৪১৯ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে এই এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়। তার আগে গত ১৫ ফেব্রুয়ারি জাপানের জেরা কোম্পানি থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়। সেসময় ব্যয় ধরা হয় ৬৯০ কোটি ৪২ লাখ ৯ হাজার ৩১২ টাকা। মাস্টার সেল অ্যান্ড পার্চেজ এগ্রিমেন্ট বা মিলিত বিক্রয়-ক্রয় চুক্তি (এমএসপিএ) সই করা প্রতিষ্ঠান থেকে কোটেশন সংগ্রহ করে ওই এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি এমএমবিটিইউ এলএনজি আমদানিতে খরচ ধরা হয় ১৬ দশমিক ৫০ ডলার। গেল ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়। মাস্টার সেল অ্যান্ড পার্চেজ এগ্রিমেন্ট বা মিলিত বিক্রয়-ক্রয় চুক্তিতে (এমএসপিএ) সই করা প্রতিষ্ঠান থেকে কোটেশন সংগ্রহ করে ওই এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। তার আগে ২০২১ সালের ২৩ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চার প্রতিষ্ঠানের সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পার্চেজ অ্যাগ্রিমেন্ট বা মিলিত বিক্রয়-ক্রয় চুক্তির অনুমোদন দেয়া হয়। জানা গেছে, এলএনজি আমদানির জন্য বেশ কিছু দেশের সঙ্গে সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। কিন্তু সরকার খুব সংক্ষিপ্ত সময়ে এলএনজি আমদানি করতে চায়। এজন্য ২০১৯ সালে খোলাবাজার থেকে এলএনজি আমদানির লক্ষ্যে এমএসপিএ পরিকল্পনা নেয়া হয়। তারই অংশ হিসেবে ২০২১ সালে জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও দুবাইয়ের চার প্রতিষ্ঠানের সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পার্চেজ অ্যাগ্রিমেন্ট করার সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, দেশে দৈনিক প্রায় ৪০০ কোটি ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে বর্তমানে কম-বেশি ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে ৪০-৪২ কোটি ঘনফুট এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস। তবে দেশে দৈনিক ১০০ কোটি ঘনফুট এলএনজি রূপান্তরের সক্ষমতা রয়েছে।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ রাত ০৮:৩০

আইরিশদের উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে প্রমথমবারের মতো ১০ উইকেটের জয় পেল টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১০১ রানে অলআউট করে ১৩.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করেছে তামিম ইকবাল বাহিনী। এর মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজও নিশ্চিত হয়েছে টাইগারদের। তিন ফরম্যাট মিলিয়ে এর আগে ৭ ম্যাচে ৯ উইকেটে জেতার রেকর্ড আছে বাংলাদেশের। কিন্তু কোনো ম্যাচেই ১০ উইকেটে জেতেনি টাইগাররা, এ তথ্য বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে খারিজ করে দিল লাল সবুজের প্রতিনিধিরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের দেখা পায় টাইগাররা। শেষ পর্যন্ত তামিম ৪১ রানে ও লিটন ৫০ রানে অপরাজিত ছিলেন। এর আগে হাসান মাহমুদের ৫ উইকেটে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। টাইগার পেসারদের তোপে শুরুটা মোটেই ভালো হয়নি অ্যান্ড্র বালবার্নিদের। সফরকারী শিবিরে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। তার তৃতীয় ওভারে প্যাভিলিয়নে ফেরেন স্টেফেন দোহেনি। হাসানের ব্যক্তিগত তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ৮ রানে আউট হন স্টেফেন। দোহেনি ক্যাচ দেন উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে। পরের উইকেট শিকারিও হাসান। দলীয় অষ্টম ওভারের শুরুতেই তিনি নেন পল স্টার্লিংয়ের উইকেট। ফুল লেংথের এক ডেলিভারিতে বল পায়ে লাগার পর স্টার্লিং রিভিউয়ের আবেদনই করেননি, ফিরে যান প্যাভিলিয়নের পথে। আইরিশ ওপেনার ১২ বলে করেন ৭ রান। একই ওভারে হাসান শূন্য রানে হ্যারি টেক্টরকেও তুলে নেন। পেসারদের সেই দাপট অব্যাহত থাকে তাসকিন বল হাতে নিলে। টেক্টর ফিরে যাওয়ার পরের ওভারে তাসকিন আহমেদ শিকার করেন অ্যান্ড্রু বালবার্নির উইকেট। ১৮ বলে বালবার্নি করেন ৬ রান। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর আয়ারল্যান্ড চাপ সামাল দিচ্ছিল কার্টিস ক্যাম্ফার ও লর্কান টাকারের ব্যাটে। তারা প্রায় অর্ধশত রানের জুটি গড়তে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই টাকারকে শিকারে পরিণত করেন এবাদত হোসেন। পরপর দুই বলে দুই উইকেট নেন এবাদত, তাতে আয়ারল্যান্ডের ৪২ রানের জুটি ভাঙে। প্রথমে টাকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পরের বলে জর্জ ডকরেলকে সরাসরি বোল্ড করেন বাংলাদেশি পেসার। টাকার ৩১ বলে করেন ২৮ রান। ডকরেল নামের পাশে কোনো রানই যোগ করতে পারেননি। পরের ওভারে তাসকিন বল করতে এসে তুলে নেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। একই ওভারে তিনি মার্ক অ্যাডারের উইকেটও পান। বিধ্বস্ত আয়ারল্যান্ডের হাল ধরে খেলছিলেন ক্যাম্ফার। সর্বোচ্চ রানের ইনিংস খেলা এই ব্যাটার পরাস্ত হন হাসান মাহমুদে। ৩৬ রানে তাকে তাসকিনের ক্যাচ বানান মাহমুদ। আইরিশদের সবশেষ উইকেটটিও যায় হাসানের ঝুলিতে। তাতে ওয়ানডে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেই প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পেলেন ডানহাতি পেসার, বিনিময়ে রান দিলেন ৩২। এ নিয়ে ৮ ম্যাচে তার ওয়ানডে উইকেট হলো ১৩টি।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ রাত ০৮:২৯

মাংসের দাম না কমলে আমদানি করা হবে: জসিম উদ্দিন

চ্যানেল এস ডেস্ক: দুবাইয়ে আমদানি করা মাংস বিক্রি হয় ৫০০ টাকা কেজি দরে। আর দেশে গরুর মাংস কিনতে হয় ৭৫০ টাকায়। দাম না কমলে ব্রয়লার মুরগি ও গরুর মাংস আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ, বাজার পরিস্থিতি ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমনটি বলেন।  এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এম এ মোমেন, বাংলাদেশ দোকান মা‌লিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও নিত্যপণ্যের ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাসহ বাজার কমিটির সভাপতিরা সভায় উপস্থিত ছিলেন।মো. জসিম উদ্দিন বলেন, এখন গরু ও পোল্ট্রির দাম অস্বাভা‌বিকভাবে বেড়েছে। দে‌শীয় এ খাতকে বাঁচাতে এতদিন মাংস আমদা‌নি বন্ধ ছিল। আমদা‌নি করলে য‌দি বাজারে দাম কমে যায়, তাহলে আমদা‌নি করতে হ‌বে। মানুষ য‌দি ন্যায্যমূল্যে পণ্য কিনতে না পা‌রে, তাহলে ইন্ডা‌স্ট্রির কথা চিন্তা করে লাভ নেই।এফ‌বি‌সি‌সিআই সভাপ‌তি জানান, এবার চাহিদার তুলনায় বেশি খেজুর আমদানি করা হয়েছে। শুধু খেজুর নয়, চি‌নি ও ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যও পর্যাপ্ত রয়েছে। তিনি বলেন, দুবাইয়ে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা। কিন্তু দুবাইয়ে গরু উৎপাদন হয় না। তারা আমদানি করে যদি ৫০০ টাকা দি‌তে পা‌রে তাহলে আমা‌রা উৎপাদন ক‌রে কেন এ‌ত দা‌মে কিন‌ব? ব্রয়লার মুরগি এখন ২৮০ টাকা কেজি। এখন যদি সরকার মনে ক‌রে আমদানি করলে দাম কম পড়বে, তাহলে আমদানি করবে।রমজানে সরকার বাজার পর্যবেক্ষণে কঠোর রয়েছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, কোনো বাজারে বেশি দাম রাখা হলেই কিন্তু বাজার কমিটি বাতিল করবে সরকার। একইসঙ্গে দাম বেশি নেওয়া প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে। আমরা চাই না রোজায় দাম বেশি নেওয়ার কারণে কোনো ব্যবসায়ীর লাইসেন্স বাতিল হোক বা কাউকে আটক করা হোক।সভায় মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, কেউ যদি অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ায় তাহলে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮

শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মিরাজ

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছিল রেকর্ড গড়া জয়। পরের ম্যাচেও ৩৪৯ রান করে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ পেয়েছিল স্বাগতিকরা। তবে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।  সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে এবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। টানা তিন ম্যাচে টস জিতলো সফরকারীরা। সিলেটে সকাল থেকে রোদ-বৃষ্টির খেলা চলছে। কিন্তু টসের সময় ও এরপরে দেখা মিলেছে ঝলমলে রোদের।  এ ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফুটবল খেলতে গিয়ে পাওয়া চোখের চোটে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ, এ ম্যাচে আছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি। দ্বিতীয় ম্যাচের একাদশে কোনো বদল আনেনি বাংলাদেশ। বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।আয়ারল্যান্ডের একাদশ : পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ বিকাল ০৫:১৬

৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

চ্যানেল এস ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে, ৩৯ মিলিমিটার। এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।৭২ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।শুক্রবার (২৪ মার্চ) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রযোজক রহমত উল্লাহর বিরদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।  চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলা করেন শাকিব। এ সময় আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। একইসঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন আদালত। এর আগে বেলা সোয়া ১১টার দিকে আদালতে যান শাকিব খান। এই নায়কের বিরুদ্ধে গত ১৫ মার্চ বিকেলে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ নানা অভিযোগ করেছেন। এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন তিনি। তবে শাকিব খান উল্টো ওই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি ভুয়া, মিথ্যাবাদী, বাটপার। তিনি কোন প্রযোজকই ছিলেন না। তার কথা রহমত উল্লাহ 'কথিত প্রযোজক'।এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১৮ মার্চ) রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানায় শাকিবের মামলা নেওয়া হয়নি। থানা থেকে বলা হয়, আদালতে গিয়ে মামলা করতে।এরপর রোববার (১৯ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পাঁচঘণ্টা আলোচনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব।অন্যদিকে গণমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন রহমত উল্লাহ। তিন দিনের মধ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ঢালিউড অভিনেতাকে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিগ্যাল নোটিশের ছবি পোস্ট করেছেন রহমত উল্লাহ। তার পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে রহমত উল্লাহর আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন প্রাপক।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

বিরাট কোহলিকে হারিয়ে শীর্ষে রণবীর সিং!

বিনোদন ডেস্ক: কর্পোরেট ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক কনসালটিং ফার্ম ক্রোলের রিপোর্ট অনুযায়ী, বলিউড অভিনেতা রণবীর সিং ২০২২ সালের ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি। ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২২’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১ দশমিক ৭ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪৯৪ কোটি ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষস্থান দখল করেছেন রণবীর সিং। গত ৫ বছর শীর্ষে ছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। এবার তাকে পেছনে ফেললেন রণবীর। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ১৭৬ দশমিক ৯ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন বিরাট। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার পর পর দুবছর তার ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে। তার ব্র্যান্ড মূল্য ২০২০ সালে ২৩৭ মিলিয়ন ডলারের বেশি ছিল, তবে ২০২১ সালে তা হ্রাস পেয়ে ১৮৫ দশমিক ৭ মিলিয়ন ডলারে নেমে আসে। ১৫৩ দশমিক ৬ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। ১০২ দশমিক ৯ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আলিয়া ভাট। দীপিকা পাডুকোনের ব্র্যান্ড ভ্যালুয়েশন ৮২ দশমিক ৯ মিলিয়ন ডলার, যা তাকে পঞ্চম স্থান এনে দিয়েছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশনের মতো তারকারা সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন। আর এই প্রথম ভারতের সেরা ২৫ জনের তালিকায় জায়গা করে নিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা। ক্রোলের ম্যানেজিং ডিরেক্টর, ভ্যালুয়েশন অ্যাডভাইজরি সার্ভিসেস, অবিরল জৈন বলেন, ‘এই বছরের স্টাডির থিম হল বিয়ন্ড দ্য মেইনস্ট্রিম। যা ক্রীড়া জগতের তারকাদের পাশাপাশি দক্ষিণ ভারতীয় তারকাদের উত্থানকে শক্তিশালী ব্র্যান্ড এনডোর্সার হিসাবে স্বীকৃতি দেয়। ‘২০২২ সালে বক্স অফিসে দক্ষিণ ভারতীয় সিনেমার দ্বিতীয় সফল বছর, যার ফলে জাতীয়স্তরে বিজ্ঞাপন ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে দক্ষিণী অনেক মুখের খোঁজ পাওয়া যায়।’

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

চরিত্রবান স্বামী খুঁজছেন অহনা!

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা। রূপের গুণে যেমন নজর কেড়েছেন, অভিনয়গুণে পেয়েছেন প্রশংসা। সম্প্রতি নাটকপাড়ায় কান পাতলেই এই অভিনেত্রীর প্রেমের বিষয়ে গুঞ্জন শোনা যায়। ছোট পর্দার আরেক অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গেই নাকি প্রেম রয়েছে এই অভিনেত্রীর। যদিও এর পক্ষে সঠিক কোনো যুক্তি কেউ দেখায়নি। বর্তমান সময়ে বেশ কিছু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম-অহনা। এ থেকেই মূলত গুঞ্জনের ডাল-পালা ছড়িয়েছে। তবে সেসব পাত্তা না দিয়ে একের পর এক নাটকে অভিনয়ে ব্যস্ত সময়ের এই জনপ্রিয় জুটি। তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের একটি নাটকে অভিনয় করেন এই দুই তারকা। এর গল্পে দেখা যাবে, অহনা একজন চরিত্রবান স্বামী চান। জানা গেছে, আসছে ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল। এ বিষয়ে আরো জানা যায়, নাটকটিতে শামীম ও অহনা রহমান ছাড়াও অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতুসহ অনেকে।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

জন্মের পর হাসপাতালে অন্য শিশুর সাথে বদলে গিয়েছিলেন রানী মুখার্জি!

বিনোদন ডেস্ক: বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি। জন্মের পরই হাসপাতালে অন্য শিশুর সঙ্গে বদলে গিয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে মেয়েকে খুঁজে বের করেন মা কৃষ্ণা মুখার্জি। জানা যায়, এক পাঞ্জাবি পরিবারের শিশুর সঙ্গে রানী অদল-বদল হন। তবে মায়ের চোখ ফাঁকি দেওয়ার সাধ্য কার! নিজের সন্তানকে ঠিকই চিনে ফেলেন অভিনেত্রীর মা। রানীর চোখের মণির রং খয়েরি, আর তা দেখেই মেয়েকে শনাক্ত করেন তিনি।প্রসঙ্গত, গেল ১৭ মার্চ মুক্তি পেয়েছে রানী অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি। এর মাধ্যমে বলিউড বাদশা শাহরুখকে টেক্কা দিয়েছেন তিনি। সিনেমাটিতে সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়েছে। পুরো সিনেমায় মা রানীর আবেগ ছুঁয়ে গেছে সিনেমাপ্রেমীদের।সূত্র : আনন্দবাজার

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

সোনু নিগমের বাড়ি থেকে ৭২ লাখ টাকা চুরি

বিনোদন ডেস্ক: সনু নিগমের বাবার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাড়ি থেকে ৭২ লাখ টাকা চুরি করেছে বলে অভিযোগ তার বাবা আগামকুমার নিগমের। ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এ ঘটনা ঘটেছে।মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমের উইন্ডসর গ্র্যান্ড বিল্ডিংয়ে থাকেন সনু নিগমের বাবা। তিনি জানান, সেখানেই ১৯ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটেছে।বুধবার ওয়াশিওয়ারা পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়। এদিন সনু নিগমের বোন নিকিতা থানায় এসে অভিযোগ দায়ের করেন।তার অভিযোগ অনুযায়ী, আগামকুমারের কাছে এক ব্যক্তি ৮ মাসের জন্য কাজ করেছিলেন। তার নাম রিহান। কিন্তু সম্প্রতি তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। অত্যন্ত খারাপ কাজের জন্যই তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়। রোববার দুপুরে সনু নিগমের বাবা তার বোন নিকিতার বাড়িতে গিয়েছিলেন লাঞ্চের জন্য। বিকেলে ফিরে এসে তিনি তার মেয়েকে ফোন করে জানান যে তার ৪০ লাখ টাকা চুরি হয়ে গিয়েছে। এই টাকাটা তিনি একটি কাঠের আলমারির ডিজিটাল লকারে রেখেছিলেন।এরপর দিন তিনি যখন তার ছেলের বাড়িতে যান ভিসা সংক্রান্ত কাজের জন্য তখন বিকেলে ফিরে এসে দেখেন আরও ৩২ লাখ টাকা নেই লকারে।আগামকুমার এবং নিকিতা যখন  তাদের ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ চেক করেন তখন দেখেন দুদিনই তার অবর্তমানে রিহান সেই বাড়িতে আসেন ব্যাগ নিয়ে।গায়কের বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, রিহান হয়ত ডুপ্লিকেট চাবি দিয়ে তাদের ফ্ল্যাটে ঢুকে এ চুরি করেছেন।নিকিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রিহানের নামে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া ৩৮০, ৪৫৪, এবং ৪৫৭ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রিহানকে। 

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে উর্মিলা

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বর্তমানে তিনি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। সকালে বেশি অসুস্থ পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।অভিনেত্রীর পরিবার তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাক্তার বলেছেন তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরতে পারেন।প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও উপহার দেন এই অভিনেত্রী।জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পার্লারের ব্যবসায়ও নাম লিখিয়েছেন তিনি।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন হয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল এস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে। আমরা সবসময় বিষয়ভিত্তিক গবেষণায় জোর দিয়ে থাকি।বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নয় বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় গণতন্ত্রের ধারা অব্যাহত ছিল। সে কারণেই দেশে এত উন্নয়ন হচ্ছে। আর ক্ষমতাকে আমারা জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখি।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পর করোনার ধাক্কা, এরপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের দেশের অগ্রযাত্রা ব্যহত হয়েছে। এরপরও আমরা চেষ্টা করছি অগ্রযাত্রা অব্যাহত রাখতে। করোনার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।সরকার প্রধান বলেন, রমজানে এক কোটি পরিবারকে কমমূল্যে পণ্য দিচ্ছি। আমরা ভর্তুকি দিয়ে রমজানের পণ্য তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা মানুষের কষ্ট যখন দেখি তখন তা কীভাবে লাঘব করব সেই চেষ্টা করি।শেখ হাসিনা বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করার কথা যখন বলেছি তখন অনেকে বলেছিলেন দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব না। কিন্তু আমরা আত্মবিশ্বাস নিয়ে কাজ করেছি। আমরা বলেছিলাম নিজেদের টাকায় সেতু করব। বঙ্গবন্ধু তার বক্তব্যে বলেছিলেন কেউ দাবাইয়া রাখতে পারবে না। আমরা পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি বাংলাদেশ পারে।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার তুলে দেন।তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম। এ ছাড়া সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান, গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফেরদৌসী কাদরী পুরস্কার পেয়েছেন। আর পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।১৯৭৭ সাল থেকে প্রতি বছর সরকার স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। এটি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০১:৩৯

মানহানির মামলায় রুহুল গান্ধীর ২ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক: মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী। তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপনাম নিয়ে মানহানির অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে এ কারাদণ্ড দেন গুজরাটের একটি আদালত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তোলেন, 'চৌকিদার চোর হ্যায়'। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতেই এ স্লোগান তোলেন তিনি। প্রচারণার ধারাবাহিকতায় এক জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, 'সব মোদিরা কেন চোর হয়?' এ কথার মাধ্যমে তিনি মূলত নরেন্দ্র মোদির সঙ্গে নীরব মোদি নামে ভারতের বহুল আলোচিত এক প্রতারককে বোঝাতে ওই মন্তব্য করেন। তবে এতে 'মোদি' পদবির সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এ মর্মে গুজরাটের সুরাটের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার রায়ই বৃহস্পতিবার (২৩ মার্চ) দিয়েছেন আদালত। ওই মামলায় আদালতের পক্ষ থেকে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়দানের সময় আদালতেই উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। আদালত দুই বছরের কারাদণ্ডের নির্দেশ শুনিয়েছে রাহুল গান্ধীকে। তবে কারাদণ্ডের নির্দেশের পরপরই আদালত থেকে জামিন পেয়েছেন রাহুল গান্ধী। 

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ২০১৬ সালে শেষবারের মতো ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর একে একে কেটে গেছে ৭ বছর। দেশের মাঠে যেন অপ্রতিরোধ্যই হয়ে উঠেছিল টাইগাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ে হারের সেই তেতো স্বাদ পায় টাইগাররা।তবে ইংল্যান্ড সিরিজের পরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা তামিম ইকবালের দল নিজেদের আগের সেই গৌরব অর্জনের পথেই রয়েছে। তাই, সিলেটে শেষ ওয়ানডে ম্যাচে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ দল।বৃহস্পতিবার (২৩ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৩৩৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এরপর বোলিংয়ে আগুন ঝরিয়ে রেকর্ড ১৮৩ রানের বিশাল জয় পেয়েছিল টাইগাররা। ফলে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই সিরিজ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছিল।আইরিশদের বিপক্ষে সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করে আগের ম্যাচের রেকর্ড সংগ্রহের রেকর্ড ভেঙে দিয়ে ৩৪৯ রান সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। কিন্তু বৃষ্টির কারণে বোলিংয়ে নামতে পারেননি তাসকিন-এবাদতরা। তাই ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় লাল সবুজদের সেই আশা পূরণ হয়নি।তবে লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বদলে যাওয়া বাংলাদেশ দলের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ রয়েছে। এজন্য পুনরুদ্ধারের লক্ষ্যে ফেভারিট হিসেবেই মাঠে নামছে তামিম বাহিনী। অন্যদিকে আয়ারল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর তথা সমতা আনার মিশন।সিলেটে তাদের বিপক্ষে ওয়ানডে শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ বলতে গেলে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু মূল লড়াইয়ে এসে তামিম ইকবালের দলের সামনে আর দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ফলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার টাইগাররা করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: পল স্টারলিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কুর্টিস ক্যাম্ফার, লরকান টাকার, ম্যাথু হুমপ্রেয়াস, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক আডায়ার ও গ্রাহাম হুম।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

মোবাইলে রিপ্লে দেখে সিদ্ধান্ত, রেফারিকে শাস্তি

স্পোর্টস ডেস্ক: মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে গোল বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। মিশরের দ্বিতীয় সারির প্রতিযোগিতায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার নেই। নিয়মবহির্ভূতভাবে সিদ্ধান্ত নেওয়ায় সেই রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মিশরের ফুটবল ফেডারেশন। গত শুক্রবার (১৭ মার্চ) মিশরের দ্বিতীয় সারির দুই ক্লাব সুয়েস ও আল-নাসরের ম্যাচে রেফারি মোহামেদ ফারুক এক দর্শকের ফোন ব্যবহার করেন গোলের সিদ্ধান্ত দেয়ার জন্য। ম্যাচের শেষ দিকে গোল করে আল-নাসর। দলটি ভেবেছিল তারা সমতা ফিরিয়েছে ম্যাচে। কিন্তু হ্যান্ডবলের আবেদন করে সুয়েসের খেলোয়াড়রা। এরপর দীর্ঘ সময় এক দর্শকের ফোনে ভিডিও পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত সুয়েস ম্যাচটি জিতে নেয় ৩-১ গোলে। ভিএআরের প্রযুক্তি ব্যবহারের নিয়ম  না থাকার পরও তা ব্যবহারের কারণে শাস্তি পেয়েছেন। আর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আল নাসর। মিশরের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, সে ম্যাচে দায়িত্বপ্রাপ্ত পুরো রেফারি প্যানেলকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছেন রেফারি কমিটির প্রধান ভেতর পেরেইরা। ম্যাচ শেষে আল-নাসরের খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতিবাদের মুখে পুলিশি নিরাপত্তায় মাঠ ছাড়তে হয়েছে রেফারিকে। নিয়ম লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে আল-নাসর কর্তৃপক্ষ।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কেটেছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। বেশির ভাগ ম্যাচেই বেঞ্চে বসে থাকতে হয়েছে ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলারকে। বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাননি তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবলার দাঁড়িয়ে আছেন নতুন এক মাইলফলকের সামনে।বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে উয়েফা ইউরোর বাছাইপর্বের ম্যাচ খেলবে পর্তুগাল। লিশটেনস্টাইনের বিপক্ষে ম্যাচটিতে খেলতে নামলেই বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তির রেকর্ডটি ঝুলিতে পুরবেন এই পর্তুগিজ উইঙ্গার। কাতারে মরক্কোর বিপক্ষে ম্যাচটি ছিল পর্তুগালের জার্সিতে রোনালদোর ১৯৬তম ম্যাচ। এতে কুয়েতের বদর আল-মুতাওয়ার সঙ্গে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি ভাগাভাগি করেন তিনি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয়ার পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন রোনালদো। এর আগেই অবশ্য সেসময়ের কোচ ফার্নান্দো সান্তোসের একাদশে জায়গা হারিয়েছিলেন তিনি। মরক্কো ম্যাচের পর তার বিদায়ঘণ্টা বেজে গেছে বলেই ধারণা করা হচ্ছিল।তাছাড়া বিশ্বকাপের আগেই ম্যানচেস্টার ইউনেটেডের সঙ্গে রোনালদোর ‘তিক্ত’ সম্পর্ক ছিন্ন হয়। ক্লাবহীন হয়ে পড়ায় তাকে নিয়ে সংশয় বাড়ছিল। বিশ্বকাপের পর আবার তিনি ইউরোপ ছেড়ে পাড়ি জমান সৌদির ক্লাবে। ফলে শীর্ষ পর্যায়ের ফুটবল থেকে তিনি ছিটকে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু সব বাধা পেরিয়ে রোনালদোর সামনে এখন অপেক্ষা করছে অনন্য এক মাইলফলক।২০০৩ সালের ২০ আগস্ট আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। ১৯৬ ম্যাচে তার গোলসংখ্যা ১১৮টি। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল নেই আর কারো। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি রয়েছেন বেশ পেছনে। ১৭২ ম্যাচ খেলে মেসির গোলসংখ্যা ৯৮টি।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

আইপিএলের নিয়মে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। ভারতের জনপ্রিয় এই ক্রিকেট লিগটি ঘিরে এরই মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। আসন্ন আইপিএলে অনেক কিছু যুক্ত হচ্ছে। এবার থেকেই আইপিএলে শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতা। এছাড়া তিনটি নিয়মেও বদল এসেছে। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।সাধারণত টসের সময় একাদশ জানিয়ে দেন দুই দলের দুই অধিনায়ক। আন্তর্জাতিক, ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বরাবরই এমনটাই হয়ে আসছে। তবে এবারের আইপিএলে তেমন নিয়মের বালাই থাকছে না। টসের সময় দুটি আলাদা আলাদা একাদশের তালিকা নিয়ে নামতে পারবেন অধিনায়করা। টসের পর তিনি নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন। অর্থাৎ, প্রথমে বোলিং বা ব্যাটিংয়ের ওপর নির্ভর করে প্রথম একাদশে বদলের সুযোগ থাকছে।আইপিএলের এক কর্মকর্তা যেমনটা বলছিলেন, এর আগে টসের আগেই প্রথম একাদশের তালিকা একে অপরকে দিতেন দুই অধিনায়ক। এবার থেকে টসের পর সেই তালিকা একে অপরকে দেবেন তারা। এর ফলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বাছতে সুবিধা হবে অধিনায়কদের। প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে। তিনিই হচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার।’এর আগে এমন পরিবর্তন এনেছিল সাউথ আফ্রিকার এসএ-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে শুরুতে ১৩ জন ক্রিকেটারের তালিকা জমা দিয়ে পরবর্তীতে তা ১১ জনে নামিয়ে আনা যেতো। বাকি দুজন অতিরিক্ত ফিল্ডার হিসেবে থাকতেন। আইপিএলে অবশ্য এমন বাধ্যবাধকতা নেই।এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হতো অধিনায়ককে। কিন্তু এবার থেকে সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল। আর তৃতীয় বদলটি হচ্ছে, ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করেন তাহলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে। সেই বলটিও ডেড বল হিসেবে গণ্য হবে। অর্থাৎ, কোনো বল না খেলেই ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে। কোনো ফিল্ডার সেই কাজ করলেও একই শাস্তি পেতে হবে।আগামী ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। 

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

ফুটবলকে বিদায় জানালেন ওজিল

স্পোর্টস ডেস্ক: জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন মেসুত ওজিল। দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জার্মানদের ভরাডুবির কারণ হিসেবে ওজিলকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। তাই অভিমানে জার্মান ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন তুর্কি বংশোদ্ভূত এই মিডফিল্ডার।সবশেষ তার্কিশ ক্লাব বাসাকসেহিরের হয়ে খেলেছেন ওজিল। তবে ইনজুরির কারণে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা। তাই প্রফেশনাল ফুটবলকেই বিদায় জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।বুধবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে নিজেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী জার্মানির তারকা এই ফুটবলার। টুইটে ওজিল লিখেছেন, অনেক ভাবনা-চিন্তার পর আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি।২০০৪ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করা ওজিল জার্মানির দুই ক্লাব শালকে ও ব্রেমেনের অধ্যায় শেষে ২০১০ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে দুর্দান্ত তিনটি মৌসুম কাটিয়ে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন তিনি। সেখানে ৮ মৌসুম কাটিয়ে ২০২১ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দেন এই জার্মান ফুটবলার।ক্যারিয়ারে প্রায় ৬০০টি পেশাদারি ম্যাচ খেলা ওজিল আর্সেনালের হয়েই খেলেছেন ২৫৪টি ম্যাচ। যেখানে তিনি ৪৪টি গোলও করেছেন। এছাড়া স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে প্রায় ৩ বছর খেলেছেন তিনি। সেখানে ১৫৯ ম্যাচে ২৭টি গোল করেছেন ওজিল। দলের হয়ে ২০১২ সালে জেতেন লিগ শিরোপা। জেতেন জোড়া কোপা দেল রেও।অবসর প্রসঙ্গে ওজিল বলেন, ‘একজন পেশাদার ফুটবলার হিসেবে প্রায় ১৭ বছর ধরে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ‍ভুগছিলাম। এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।’জার্মানির অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২১ দলের হয়ে পারফরম্যান্সের সুবাদে ২০০৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ওজিলের। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে জার্মানির বিদায়ের পর অবসর নিয়ে নেন তিনি। যেখানে জার্মানদের হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করেন অ্যাটাকিং এই মিডফিল্ডার।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

ভারতকে হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজ হারের পর ওয়ানডের প্রথম ম্যাচেও বাজেভাবে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই দলটাই শেষমেশ ঘুরে দাঁড়ালো দারুণভাবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারানোর পর শেষ ম্যাচেও জিতল স্টিভেন স্মিথের দল। আর তাতে ঘরের মাটিতে ভারতকে সিরিজ হারিয়ে বিশ্বকাপের আগমনী বার্তা দিয়ে রাখল অজিরা। বুধবার (২২ মার্চ) চেন্নাইয়ে সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৪ উইকেট নিয়ে অজিদের জয়ের নায়ক হয়েছেন অ্যাডাম জাম্পা। শুরুতে ব্যাট করে ভারতের সামনে ২৭০ রানের লক্ষ্য দাঁড় করায় অজিরা। জবাবে দীর্ঘ সময় লড়াই করলেও বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ারা দলকে জয়ের ধারে কাছে নিয়ে যেতে পারেননি। কোহলি হাফসেঞ্চুরি করে আউট হন অ্যাস্টন অ্যাগারের ওভারে। ৭২ বলে তিনি খেলেন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন পান্ডিয়া। অন্যদের মধ্যে শুভমান গিল ৩৭, লোকেশ রাহুল ৩২, রোহিত শর্মা ৩০ ও রবীন্দ্র জাদেজা ১৮ রান করেন। ২৪৮ রানে থামে ভারতের ইনিংস। জাম্পা বাদে অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট নেন অ্যাগার। একটি করে উইকেট পান স্টইনিস ও শন অ্যাবোট। সিরিজ জয়ের সুবাদে সুখবর থাকছে অজিদের জন্য। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আর শীর্ষে থাকা ভারত নেমেছে দুইয়ে। যদিও দুই দলের রেটিং পয়েন্ট একই থাকছে। র‍্যাঙ্কিংয়ের তিনে আছে নিউজিল্যান্ড, আর চারে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই দুই দলের রেটিং পয়েন্টও সমান, ১১১। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান র‍্যাঙ্কিংয়ের সাতে। 

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

ইউক্রেন পুনর্গঠনে কত ডলার দরকার, জানালো বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধে ইউক্রেনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্গঠনে কমপক্ষে ১০ বছর সময় লাগবে। আর এজন্য খরচ হবে ৪১১ বিলিয়ন ডলার। এমনটাই বলছে বিশ্ব ব্যাংক। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটির মতে, কেবল বিধ্বস্ত শহরগুলো থেকে ধ্বংসস্তূপ সরাতেই লাগবে ৫ বিলিয়ন ডলার। ইউক্রেন সরকার, ইউরোপীয় কমিশন ও জাতিসংঘের সঙ্গে যৌথভাবে হিসাবটি তৈরি করেছে বিশ্বব্যাংক। বুধবার (২২ মার্চ) প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, যতদিন যুদ্ধ চলতে থাকবে, ততদিন পুনর্নির্মানের ব্যয়ও বাড়তে থাকবে। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন পুনর্গঠনে আনুমানিক ৩৪৯ বিলিয়ন ডলার লাগবে।  সবশেষ প্রতিবেদনে যুদ্ধের কিছু অর্থনৈতিক ও মানবিক ক্ষতির বিবরণ দেয়া হয়েছে। বলা হয়েছে, ২০ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি পাঁচটির মধ্যে একটির বেশি জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ৬৫০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা চুরি হয়েছে। এছাড়া যুদ্ধে এ পর্যন্ত ৪৬১ শিশুসহ অন্তত ৯ হাজার ৬৫৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রতিবেদনে ভবন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির জন্য ১৩৫ বিলিয়ন ডলার ধরা হয়েছে। তবে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে বৃহত্তর অর্থনৈতিক পতনকে বিবেচনায় নেয়া হয়নি। প্রতিবেদন প্রকাশের পর বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে বলেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে যা পুনর্গঠনে ১০ বছর সময় লেগে যাবে। বজেরদে আরও বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ গড়ে না তুললে ক্ষয়ক্ষতি আরও হতে পারত। ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক, খারকিভ ও খেরসনের মতো শহরগুলোতে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কেবল ২০২৩ সালেই বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য ১৪ বিলিয়ন ডলার প্রয়োজন কিয়েভের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার বলেছে, প্রায় ১৫.৬ বিলিয়ন ডলার মূল্যের চার বছরের অর্থায়ন প্যাকেজের জন্য ইউক্রেনের সঙ্গে কর্মী-স্তরের চুক্তিতে পৌঁছেছে তারা।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০

ব্যাংকিং খাতে অস্থিরতার মধ্যেই সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: দুটি ব্যাংকে ধস নামার পর অস্থির অবস্থায় যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত। এ পরিস্থিতিতে নতুন করে সুদহার বাড়ালে ব্যাংকিং খাতে আরও অস্থিরতা দেখা দিতে পারে— এমন শঙ্কা থাকা সত্ত্বেও আবারও সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভ সুদের হার নতুন করে ০ দশমিক ২৫ পয়েন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক দাবি করেছে, ব্যাংকিং খাত শক্ত অবস্থানে আছে।তবে তারা সতর্ক করে বলেছে যে, যেসব ব্যাংক বন্ধ হয়ে গেছে আগামী কয়েক মাসে সেগুলোর বিরূপ প্রভাব পড়তে পারে।ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, ফেড তার মুদ্রাস্ফীতির লড়াইয়ে মনোনিবেশ করেছে।জীবনযাত্রার ব্যয় ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে গত বছর থেকেই সুদহার বাড়িয়ে চলছে যুক্তরাষ্ট্রের ব্যাংক। কিন্তু গত বছর থেকে সুদের হারের তীব্র বৃদ্ধি ব্যাংকিং ব্যবস্থায় চাপ সৃষ্টি করেছে।সুদহার বাড়ায় চলতি মাসেই সিলিকন ভ্যালি এবং সিগনেচার নামে দুটি মার্কিন ব্যাংকে ধস নামে। ব্যাংকগুলো যেসব বন্ড কিনে রেখেছে, আশঙ্কা করা হচ্ছে সুদহার বৃদ্ধির কারণে সেসব বন্ডের দাম কমে যাবে।এদিকে গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক তার মূল সুদের হার ০ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে।অন্যদিকে ব্যাংক অব ইংল্যান্ড আজ (২৩ মার্চ) তার নিজস্ব সুদের হারের সিদ্ধান্ত নেবে।

বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০২:১০