• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩২ ভোর ০৫:২৩:২৪ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৭


শনিবার ২২শে জুলাই ২০২৩ সকাল ১১:২৭



ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১৭

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। 

শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ঝালকাঠি সহকারী পুলিশ সুপার মঈনুল ইসলাম। 

তিনি বলেন, এখন পর্যন্ত ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৩০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এসএম আক্তারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সদর উপজেলার ছত্রকান্দায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। 

এদিকে দুর্ঘটনার পর থেকে তিন ঘণ্টা ধরে খুলনা-ঝালকাঠি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->