• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৪:৩৪ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় যুবকের ১০ বছরের জেল


মঙ্গলবার ২০শে সেপ্টেম্বর ২০২২ ভোর ০৫:০২



প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় যুবকের ১০ বছরের জেল

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় যুবকের ১০ বছরের জেল

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় সোহাগ আলী নামের এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সোহাগ সোনারগাঁয়ের সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ফজলুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় আসামি সোহাগ আলীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ