• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০২:৩৭ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ২


বৃহঃস্পতিবার ২৭শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০৮



চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ২

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সে সময় ওই গ্রামের একটি আমবাগানে কাজ করছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-গোপালনগর গ্রামের শাহীন আলী (২০) ও শরৎনগর গ্রামের অসীম (১২)।

আহত লছমনপুর গ্রামের নয়ন (১৩) ও গোপালনগর গ্রামের কাসেদের ছেলে সারোয়ার (১৫) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ওসি জোবায়ের আহমেদ ডেইলি স্টারকে জানান, দুপুরে ওই ৪ জন শরৎনগর গ্রামের একটি আমবাগানে কাজ করছিল। এমন সময় ঝড়, বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে শাহীন ও অসীম ঘটনাস্থলেই মারা যায়।

আহত নয়ন ও সারোয়ারকে উদ্ধার করে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->