• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ১২:৫৪:০৫ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

সালিশে প্রকাশ্যে প্রবাসীকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন


রবিবার ৩০শে জুন ২০২৪ বিকাল ০৩:৪৫



সালিশে প্রকাশ্যে প্রবাসীকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: চ্যানেল এস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: 

চাঁপাইনবাবগঞ্জে একটি গ্রাম্য সালিশের মধ্যেই প্রকাশ্যে আব্দুল খালেক টিংকু নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারোরশিয়া জয়নাল হাজীর টোলা গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ জুন জমি নিয়ে বিরোধের জেরে একটি গ্রাম্য সালিশের মধ্যেই প্রবাসী আব্দুল খালেক টিংকুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ সময় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায় গ্রামবাসী ও স্বজনরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->