• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫১:২৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

বগুড়ার গাবতলীতে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত


বুধবার ১৩ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১২



বগুড়ার গাবতলীতে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত

ছবি: সংগৃহীত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার গাবতলীতে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার ( ১৩ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে  গাবতলী তিন মাথার মোড়ে কেন্দ্রীয় মসজিদের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

আহতরা হলেন, গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক কুদ্দুস,  এনামূল হক ও জয়দেব। প্রত্যক্ষদোষীরা জানান, কেন্দ্রীয় বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে গাবতলী উপজেলা  বিএনপি। 

মিছিলটি গাবতলী তিনমাথা মোড় অতিক্রম করার সময় তিনমাথায় দায়িত্বরত পুলিশের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। এসময় আহত তিন পুলিশ সদস্যকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, পুলিশকে লক্ষ করে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করা হয়।

 অন্যদিকে গাবতলী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, বিএনপির মিছিল থেকে কোন ককটেল বিস্ফোরণ করা হয়নি, কোন একটি মহল ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসাতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ