• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৪:২৪ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজশাহী বিভাগের ৪ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ


শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২৪



রাজশাহী বিভাগের ৪ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ইন্টারচেইঞ্জ নির্মাণ কাজের জন্য গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপন করা হচ্ছে। এতে বন্ধ রয়েছে ৪ জেলার গ্যাস সরবরাহ। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং ডিভিশনের জেনারেল ম্যানেজার আইনুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে হাটিকুমরুল এলাকার ২টি স্থানে ৩০ ইঞ্চি ব্যাসের ১.৩২ কিলোমিটার গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ শুরু করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এই কাজ চলবে ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ফলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের আওতাধীন সিরাজগঞ্জের একাংশ, রাজশাহী, বগুড়া ও পাবনায় গ্যাস সরবরাহ ৬০ ঘণ্টা বন্ধ থাকবে। এতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির লিমিটেডের আওতাধীন বিদুৎ উৎপাদন কেন্দ্র, শিল্প কারখানা ,সিএনজি স্টেশন এবং আবাসিক লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

জেনারেল ম্যানেজার আইনুল কবির বলেন, ‘আমাদের কাজের অগ্রগতি ভালো। ফলে আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস সরবরাহ শুরু করতে পারবো।’ 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ