রাজশাহীতে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচীর প্রথম দিনে রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন সহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ