• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:১১:২৩ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে কৃষকের কলাবাগানে প্রতিপক্ষের হামলা


সোমবার ২৬শে ডিসেম্বর ২০২২ দুপুর ১২:৪০



ঈশ্বরদীতে কৃষকের কলাবাগানে প্রতিপক্ষের হামলা

ক্ষতিগ্রস্ত কলাবাগান।

আজাদ  হান্নান, ইশ্বরদী(পাবনা) প্রতিনিধি :

ঈশ্বরদীতে কৃষকের ৫’শ কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার(২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক হোসেন। এঘটনায় ভূক্তভোগী কৃষক থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মিজানুর রহমান মজনু, ফজলুর রহমান ফজলু ও জাহাঙ্গীর সরদার।

খবর পেয়ে ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র ও কৃষকনেতা আবলু হাসেমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত কলাবাগান পরিদর্শন শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->