• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৭:৩৪ (02-May-2024)
  • - ৩৩° সে:

নাটোরের বাগাতিপাড়া ও লালপুর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান


বৃহঃস্পতিবার ২০শে জুলাই ২০২৩ বিকাল ০৪:২৪



নাটোরের বাগাতিপাড়া ও লালপুর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান

নাটোরের বাগাতিপাড়া ও লালপুর থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযানে ভেজাল গুড়, বেকারী ও আইক্রিম কারখানাকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বাগাতিপাড়ার ছোট চিথুলিয়া গ্রামে এবং লালপুর থানার মোহরকয়া, বালিতিতা ইসলামপুর এবং লালপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  যৌথভাবে এ অভিযান চালায়। এসময় ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ, বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য-দ্রব্য উৎপাদনের অভিযোগে, মোনায়েম গুড় ভান্ডারকে ৩০ হাজার, হাবিবুর গুড় ভান্ডারকে ২০ হাজার, হাসিনা বেকারিকে ১৫ হাজার. বর্ষা আইসক্রিম ফ্যাক্টরীকে ২৫ হাজার এবং নাজমুল আইসক্রিম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-৫ সিপিসি-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ