• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৭:০১ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডে বিদ্যুৎহীন ১৭ হাজার গ্রাহক


সোমবার ১৫ই এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৯



সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডে বিদ্যুৎহীন ১৭ হাজার গ্রাহক

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে  আগুন নিয়ন্ত্রণে আনে। পল্লি বিদ্যুতের পুরাতন একটি লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। 

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। বেলা ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির জানান- অগ্নিকাণ্ডের ফলে আম্বরখানা ফিডার-১ ও ২ বেশি ক্ষতি হয়েছে। ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত রয়েছেন। সঞ্চালন স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগবে। লোকজন কাজ করছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ