• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৩৮:৩৬ (16-May-2024)
  • - ৩৩° সে:

তাপপ্রবাহের কারণে ৫ জেলায় আজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ


সোমবার ২৯শে এপ্রিল ২০২৪ সকাল ১১:৫৮



তাপপ্রবাহের কারণে ৫ জেলায় আজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দেশে চলমান দাবদাহের কারণে কয়েকটি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ সোমবার বন্ধ রাখা হয়েছে। গতকাল রোববার (২৮ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের গণমাধ্যমকে জানান, তীব্র তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। 

প্রসঙ্গত, সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি বিবেচনায় ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদফতর। দীর্ঘ বিরতির পর হিট অ্যালার্টের মধ্যেই গতকাল খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। 

মন্তব্য করুনঃ