• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৫:৪৮ (13-May-2024)
  • - ৩৩° সে:

দেশের মানুষ আইনি সহায়তা পাওয়ার অধিকার পেয়েছে: আইনমন্ত্রী


রবিবার ২৮শে এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০২



দেশের মানুষ আইনি সহায়তা পাওয়ার অধিকার পেয়েছে: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সময়ে দেশের মানুষ আইনগত সহায়তা পাওয়ার অধিকার পেয়েছে; যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন। 

রোববার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, দেশের মানুষের আইনি অধিকার বিগত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অন্ধকারে ছিল। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার অধিকার পেয়েছে। 

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে মানবাধিকারসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মানবাধিকারসহ আইনের সহায়তা এখন দেশের মানুষ পাচ্ছে। 

আইনমন্ত্রী আরও বলেন, তবে দুঃখজনক হলো স্থানীয়পর্যায়ে বিরোধ নিষ্পত্তির হার অত্যন্ত কম। এর কারণ সামাজিক পরিবর্তন। লিগাল এইড অফিসগুলোকে তাই আমরা বিরোধ নিষ্পত্তির নানা দায়িত্ব দিয়েছি। তারা সেসব পর্যালোচনা করে ব্যবস্থা নিবে। 

এ সময় অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে আইন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়: "স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ