• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৫৬:৪৬ (16-May-2024)
  • - ৩৩° সে:

নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব‍্যবস্থা: ইসি আলমগীর


সোমবার ২৯শে এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৯



নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব‍্যবস্থা: ইসি আলমগীর

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। 

আজ সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন ইসি আলমগীর। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ইসি মো. আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে আচরণবিধি অনুযায়ী ব‍্যবস্থা নেওয়া হবে। 

যখন নির্বাচনের শিডিউল দেওয়া হয়, তখন তাপপ্রবাহ ছিল না উল্লেখ করে ইসি মো. আলমগীর বলেন, এজন‍্য এখন শিডিউল পরিবর্তন করা হবে না। নির্দিষ্ট সময়েই নির্বাচন শেষ হবে। ভোটকেন্দ্রে ভোটারদের জন‍্য পানির ব‍্যবস্থা করা হবে। 

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। 

মন্তব্য করুনঃ