• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:১৩:২২ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

০৪:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙ্গনে বিলিন বসতবাড়িসহ ফসলের মাঠ


শনিবার ২৪শে সেপ্টেম্বর ২০২২ ভোর ০৪:৪৩



ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙ্গনে বিলিন বসতবাড়িসহ ফসলের মাঠ

ফাইল ছবি

বন্যায় সুগন্ধা ও বিষখালী নদীর পানি ওঠে ঝালকাঠির নিম্নাঞ্চলে কিছুদিন স্থায়ী হয়ে আবার নেমে যাওয়ায় মাটি নরম হয়ে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। নদীর করাল গ্রাসে ইতোমধ্যেই বিলীন হয়েছে বসতঘর, ফসলী জমি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট। নদী ভাঙন রোধে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

কয়েক দফা বন্যা ও জলোচ্ছ্বাসের কারণে সুগন্ধা ও বিষখালী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীতে বিলিন হয়েছে ঝালকাঠি সদরের চরকাঠি, ভাটারাকান্দা, নলছিটির বহরমপুর ও রাজাপুরের বাদুরতলাসহ বেশ কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ঘরবাড়িসহ ফসলি জমি।

নদী ভাঙ্গনের তীব্রতা বেড়ে যাওয়ায় এসব এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। নদী ভাঙ্গন রোধে কিছু এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে ঝালকাঠি পানি উনয়ন্ন বোর্ড কতৃপক্ষ। এছাড়া নদী ভাঙ্গন রোধে কয়েকটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে জেলা প্রশাসক।

নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->