• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৫:৩৪ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার আমলেই শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে : নিক্সন চৌধুরী


বৃহঃস্পতিবার ৫ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:১৬



শেখ হাসিনার আমলেই শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে : নিক্সন চৌধুরী

সংবর্ধা অনুষ্ঠানে ক্রেস প্রদান করছেন নিক্সন চৌধুরী।

তোফাজ্জল হোসেন টিটু, সদরপুর প্রতিনিধি :

শেখ হাসিনার আমলেই দেশে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

তিনি বলেন, যোগ্য শিক্ষকরাই একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষক নিয়োগে কোন অনিয়ম করা যাবে না।

বৃস্পতিবার(৫ জানুয়ারী) সদরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->