• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:১৭:১৮ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন


মঙ্গলবার ২১শে নভেম্বর ২০২৩ সকাল ১০:২৫



বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

টাঙ্গাইল সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় রংপুর এক্সপ্রেস নামের একটি ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ৫৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। 

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোরে সদর উপজেলার বেতর (তারাবাড়ি) এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। এতে এই লাইনে রেল চলাচল আপাতত বন্ধ রয়েছে।  

এ ঘটনার পর টাঙ্গাইল থেকে কমিউটার ট্রেন এনে সকাল ৭টা ২০ মিনিটের দিকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান ওসি আবু ছালাম। তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন ঢাকা থেকে রওনা দিয়েছে। 

এর আগে গত মাসে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টে একটি কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় ঢাকাগামী এগার সিন্ধুর গোধূলি এক্সপ্রেসের তিনটি বগি উল্টে বহু হতাহত হয়। রেল দুর্ঘটনার সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ শুরু হয়েছিল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ