• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৫:১১ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

বাস-ট্রাক সংঘর্ষে নিহত সিএনজিতে থাকা শিশু ও নারী


মঙ্গলবার ২৬শে ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২১



বাস-ট্রাক সংঘর্ষে নিহত সিএনজিতে থাকা শিশু ও নারী

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কালিহাতী পৌরসভাস্থ চাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল এলাকার হিরামুন (৮০) ও কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সোহলের ছেলে আব্দুল্লাহ (১১)। 

স্থানীয় ও পুলিশ জানায়, সাগরদিঘী পরিবহনের একটি বাস এলেঙ্গা থেকে কালিহাতীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে এলেঙ্গামুখী একটি বালু ভর্তি ট্রাক চাটিপাড়া এলাকায় পৌঁছালে একটি সিএনজিকে অতিক্রম করতে গিয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এসময় ট্রাকটি সিএনজির ওপর পড়ে যায়। এসময় সিএনজিতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুসহ দুইজনকে মৃত ঘোষণা করেন। 

টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, দুপুরের দিকে কালিহাতী পৌরসভাধীন চাটিপাড়া এলাকায় বাস-ট্রাক ও সিএনজির সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যরা কালিহাতী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ