• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৪৭:২৭ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন


বুধবার ১৪ই সেপ্টেম্বর ২০২২ সকাল ১১:১৩



রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) ও একই গ্রামের রহিম শেখের ছেলে নীল চাঁদ (৩০)।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৬ নভেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে বাড়ির পাশের একটি কলা বাগানে নিয়ে ধর্ষণ করেন। এসয় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খলিল ও নীল চাঁদ পালিয়ে যান। ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় খলিল ও নীল চাঁদকে আসামি করে মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখ সাইফুল হক বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->