• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৩:২৫ (02-May-2024)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গুপ্তচর বেলুন, ভূপাতিত করতে প্রস্তুত যুদ্ধবিমান


শুক্রবার ৩রা ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১:৪৩



যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গুপ্তচর বেলুন, ভূপাতিত করতে প্রস্তুত যুদ্ধবিমান

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে। সেটিকে প্রতিহত করতে প্রস্তুত রাখা হয়েছে এফ-২২ যুদ্ধ বিমান। সার্বক্ষণিক নজর রাখছে দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। তবে জননিরাপত্তা বিবেচনা করে সেটিকে এখনো গুলি করে ভূপাতিত করা হয়নি। খবর সিএনএন এর।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্রথম বিষয়টি সামনে আসে। বেলুনটিকে ট্র্যাক করতে একাধিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। বেলুনটির সর্বশেষ অবস্থান ছিল মন্টানায়। বাণিজ্যিক বিমান চলাচল রুটের অনেক উপর দিয়ে উড়ছে সেটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, চীনা এই গুপ্তচর বেলুন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল সামরিক ও পারমাণবিক স্থাপনার উপর দিয়ে উড়ছে। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনায় এটিকে গুলি করার সিদ্ধান্ত নেয়া হলেও পরে অঞ্চলটির বাসিন্দাদের ক্ষতি বিবেচনা করে তা আর করা হয়নি।

ধারণা করা হচ্ছে, এর ভেতর কোনো রাসায়নিক অস্ত্র থাকতে পারে। তবে প্রধানত তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই পাঠানো হয়েছে এই বেলুনকে। কীভাবে বেলুনটিকে ধ্বংস করা হবে তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ