• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫২:০৮ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

ভূমিকম্প আতঙ্কে কুমিল্লায় আহত ২০


শনিবার ২রা ডিসেম্বর ২০২৩ দুপুর ০১:৩৮



ভূমিকম্প আতঙ্কে কুমিল্লায় আহত ২০

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি শুরু হয়ে কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এদিকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে কুমিল্লায় অন্তত ২০ জন আহত হয়েছে ও একটি মসজিদের দেওয়ালে ফাটল ধরেছে বলে জানা গেছে। 

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থেকে আট কিলোমিটার উত্তরপূর্ব এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ইপিজেডের তিন শ্রমিক আহত হয়েছেন। দুজন প্রাথমিক চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে গেছেন। একজন ভর্তি আছেন। এ ছাড়া সিঁড়ি দিয়ে নামতে গিয়ে এক শিক্ষার্থী পা ভেঙেছে। তার চিকিৎসা চলছে।’ 

মসজিদের মুসল্লি ও স্থানীয় বাগবাড়িয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বলেন, ‘ভূমিকম্পে কুমিল্লার লাকসাম পৌরসভার বাগবাড়িয়া জামে মসজিদে ফাটল ধরেছে। এসময় মসজিদের দেওয়ালের ফাটল ও তিনটি টাইলস খসে পড়ে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘উপজেলার মীরশ্বানি এলাকায় ভূমিকম্প অনুভূত হলে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় একটি গার্মেন্টসের ১৭ শ্রমিক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ভূইয়া জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দূরে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ