• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৪:৩৬ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

হোসেলুর জোড়া গোলে গেতাফেকে হারিয়ে শীর্ষে ফিরলো রিয়াল


শুক্রবার ২রা ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৪৮



হোসেলুর জোড়া গোলে গেতাফেকে হারিয়ে শীর্ষে ফিরলো রিয়াল

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ফরোয়ার্ড হোসেলুর জোড়া গোলের দিনে লা লিগার টেবিলে আবারও শীর্ষস্থানে ফিরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিজেদের ঘরের মাঠ এস্টাডিও কলিজিয়াম স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথ্য জানায় গেতাফে। ম্যাচের শুরু থেকেই আক্রমণে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের সামাল দিতে বেগ পেতে হয় স্বাগতিক ডিফেন্ডারদের। ম্যাচের ১৪ মিনিটেই হোসেলুর গোলে লিড পায় সফরকারীরা। লুকাস ভাজকুয়েজের ক্রসে জোড়ালো হেডে ডেড লক ভাঙেন এই স্প্যানিয়ার্ড।

মাঝে আর পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। ৩৯তম মিনিটে হোসেলু আরেকটি গোল প্রায়ই পেয়েই যাচ্ছিলেন। বক্সের বাইরে থেকে তার নিচু শট ঝাঁপিয়ে ঠেকান গেতাফের গোলরক্ষক। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে অল্পের জন্য সমতায় ফেরা হয়নি গেতাফের। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে দলটিতে খেলতে যাওয়া ম্যাসন গ্রিনউডের শট পোস্টে লাগে। ম্যাচের ৫৬ মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন হোসেলু। ভিনিসিয়াসের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জায়গা বানিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

ম্যাচের ৮২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন জুড বেলিংহ্যাম। প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডার ঘিরে থাকায় শট নিতে একটু দেরি করেন ইংলিশ মিডফিল্ডার। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা একজনের পায়ে লেগে বাইরে যায়। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

২২ ম্যাচে ১৮ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫৭। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল মৌসুমের বিস্ময় জিরোনা।সমান ৪৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ তিনে ও শিরোপাধারী বার্সেলোনা চারে আছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ