• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ সকাল ০৮:৫২:৩৩ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


রবিবার ১৬ই জুলাই ২০২৩ বিকাল ০৪:৫৫



বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য এনামুল হক। শুরুতে সম্মেলনের উদ্বোধন করেন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা। এসময় বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জহরুল ইসলামকে সভাপতি এবং ইসমাইল হোসেন সান্টুকে সাধারণ সম্পাদক করে বাগমারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->