• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩২ রাত ১২:০৯:২১ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন


সোমবার ১০ই জুলাই ২০২৩ বিকাল ০৩:১১



শরীয়তপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যে শরীয়তপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। এর আগে মেলা উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


-->