• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৬:৪৭ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

২৫ বছর পর পরিচালনায় প্রসেনজিৎ


শুক্রবার ৬ই অক্টোবর ২০২৩ দুপুর ১২:৫৯



২৫ বছর পর পরিচালনায় প্রসেনজিৎ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

ভারতীয় বাংলা চলচ্চিত্রের সবথেকে বড় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি টলিউডের মি. ইন্ডাস্ট্রি। তার কাঁধে চড়ে মূলধারার বাণিজ্যিক সিনেমা শক্ত অবস্থানে পৌঁছেছে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে শহরতলী থেকে প্রত্যন্ত অঞ্চলের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। 

অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সিদ্ধহস্ত প্রসেনজিৎ। তবে লম্বা সময় পরিচালনায় দেখা যায় না তাকে। এবার আড়াই দশকের বিরতি ভেঙে নির্মাণে ফিরছেন এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমকে প্রসেনজিৎ নিজেই জানিয়েছেন এ কথা। 

তিনি বলেন, ‘আমি ফের ছবির পরিচালনা করব। ইতিমধ্য়েই নতুন ছবি নিয়ে প্রস্তুতি শুরু করেছি। মানুষ আমাকে মূলত ক্য়ামেরার সামনেই দেখে এসেছে। তবে ফের ক্য়ামেরার নেপথ্যে থেকে নতুন কোনও একটা গল্প বলব।’ 

টলিপাড়ার সূত্র বলছে, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের এই নতুন ছবি নাকি প্যান ইন্ডিয়া। বাংলা ছাড়াও আরও কয়েকটা ভাষায় মুক্তি পাবে এই ছবি। তবে এখনও পুরো বিষয়টিই রয়েছে প্রাথমিক অবস্থায়। এই সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানিয়েছেন, নভেম্বর মাসেই ছবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তিনি।

আরও পড়ুন: যে কারণে বেশি কাজ আসলেও ফিরিয়ে দিচ্ছেন চঞ্চল 

এদিকে মুক্তির অপেক্ষায় আছে প্রসেনজিৎ ‘দশম অবতার‘। এতে তার চরিত্রের নাম প্রবীর রায় চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, জয়া আহসান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ