• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:০৪:২৬ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

ঢাকায় আন্তর্জাতিক ফায়ার সিকিউরিটি এন্ড সেফটি এক্সপো


শনিবার ১৭ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৪৫



ঢাকায় আন্তর্জাতিক ফায়ার সিকিউরিটি এন্ড সেফটি এক্সপো

ছবি: সংগৃহীত

সাইফুর রহমান রুবেল, চ্যানেল এসঃ

শিল্পায়নের প্রভাবে দেশে বাড়ছে কলকারখানা। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আগুনের ঝুঁকিও। একারনে গেলো কয়েক বছর ধরে বিভিন্ন মহলে আলোচনায় কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি। এই লক্ষে ঢাকায় শুরু হলো নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ আয়োজন করেছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। 

অগ্নিঝুঁকি কমিয়ে দেশে অগ্নি-নিরাপত্তা জোরদার, অগ্নি-সুরক্ষা নিশ্চিতে আধুনিক যন্ত্রপাতি সবার কাছে পৌঁছে দেয়া এবং অগ্নি-নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সব মহলে সচেতনতা বাড়াতে এ আয়োজন বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। 
শনিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় তিনি বলেন, বেসরকারি খাত এবং সরকার যখনই একসঙ্গে কাজ করে, তখন সেসব কাজে সাফল্যও আসে। অগ্নি দুর্ঘটনা রোধে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। 

এদিকে, অগ্নি দুর্ঘটনা রোধে ব্যবহৃত উপকরনসমূহ সহলভ্য করার দাবি জানিয়েছেন ইসাবের নেতারা। একই সঙ্গে এসব পন্য দেশেই উৎপাদন করার কথাও বলছেন তারা। 
অনুষ্ঠানে ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি, সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে একটি প্রদর্শনী উপস্থাপন করা হয়। 

তিন দিনের ৯ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৪ এর প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের ৩০টি দেশের ৮৫টি খ্যাতনামা প্রতিষ্ঠান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ