• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৭:৪৬ (01-May-2024)
  • - ৩৩° সে:

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ২৩ বস্তা টাকা


শনিবার ১৯শে আগস্ট ২০২৩ সকাল ১১:৪৫



পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ২৩ বস্তা টাকা

ছবি সংগৃহীত

 কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে।আর এসব বাক্স থেকে পাওয়া টাকার পরিমাণ হয়েছে এবার ২৩ বস্তা! গণনায় অংশ নিয়েছেন প্রায় ২০০ জনের একটি দল।

এ মসজিদে আটটি লোহার দানবাক্স রয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সোয়া ৮টায় সেগুলো খুলে বস্তায় ভরা হয়। 

 কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।প্রতি তিন মাস পর পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। তবে এবার খোলা হলো ৩ মাস ১৪ দিন পর।  

এর আগে ৬ মে দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯টি বস্তায় রেকর্ড ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না পাওয়া গিয়েছিল।  

চলতি বছরের প্রথম দানবাক্স খোলায় হয় ৭ জানুয়ারি। ওই সময় ২০টি বস্তায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না পাওয়া গিয়েছিল।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে আনুমানিক চার একর জায়গায় ‘পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স’ অবস্থিত। প্রায় আড়াইশ বছর আগে মসজিদটি প্রতিষ্ঠিত হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়। এই মসজিদের প্রতিষ্ঠা নিয়ে অনেক কাহিনি প্রচলিত আছে, যা ভক্ত ও মুসল্লিদের আকর্ষণ করে।

সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস যে, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। আর এ কারণেই মূলত দূর-দূরান্তের মানুষও এখানে মানত করতে আসেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ