• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে ভাদ্র ১৪৩২ রাত ১২:১০:২৪ (05-Sep-2025)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক


মঙ্গলবার ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪২



কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা দুুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত মহসিন উদ্দীন খানের ছেলে। জানা গেছে, তিনি মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে নিজ গ্রামে ফিরছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তাকে কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

মন্তব্য করুনঃ


-->