• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৫০:০৮ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

বড় ভাইয়ের পথ ধরে ছোট ভাইও এবার জাতীয় দলে


বৃহঃস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:৫৮



বড় ভাইয়ের পথ ধরে ছোট ভাইও এবার জাতীয় দলে

ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক: 

মার্চের ফিফা উইন্ডোতে বাংলাদেশ ফুটবল দল ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে। সেই ম্যাচ সামনে রেখে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। হাভিয়ের ক্যাবরেরার এই দলে নতুন মুখ তিনজন। 

আগামী ২২ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন খেলোয়াড়। তারা হলেন- কাজেম শাহ, রাব্বি হোসেন ও তাজউদ্দীন। 

এদের মধ্যে তাজউদ্দীনের আছে আলাদা এক পরিচয়। তিনি জাতীয় ফুটবল দলের নিয়মিত মুখ সাদ উদ্দিনের সহোদর ভাই। বয়সভিত্তিক ফুটবলে নজর কেড়ে জাতীয় দলে থিতু হওয়া সাদ উদ্দিনের মতোই তার ছোটভাই তাজ উদ্দিনও বিভিন্ন পজিশনে খেলে অভ্যস্ত। 

দেশের ঘরোয়া ফুটবলে সহোদর ভাইদের খেলার উদাহরণ অনেক থাকলেও জাতীয় দলে একই সঙ্গে দুই ভাইয়ের খেলার দৃষ্টান্ত খুব বেশি নেই। বাংলাদেশ ফুটবল দলের অভিষেক ম্যাচেই আছে সহোদর দুই ভাইয়ের খেলার ঘটনা। ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে বাংলাদেশের আক্রমণভাগের দায়িত্ব সামলানো শরিফুজ্জামান ও নওশেরুজ্জান আপন ভাই ছিলেন। 

ঘরোয়া ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী ও মোহামেডানকে নেতৃত্ব দিয়েছিলেন মনোয়ার হোসেন নান্নু ও শামসুল আলম মঞ্জুর কথা। সম্পর্কে এই দুজন আপন ভাই। জাতীয় দলেও একসঙ্গে খেলেছেন তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়ের এক ভাইল ডাক পেয়েছিলেন জাতীয় দলে। তবে একসঙ্গে খেলার সৌভাগ্য হয়নি তাদের।

জাতীয় দলে এক সঙ্গে দুই সহোদর ভাইয়ের খেলার শেষ ঘটনাটির সঙ্গে জড়িয়ে দেশের ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির নাম। তিনি ও তার ভাই শাকিল জাতীয় দলের জার্সিতে একসঙ্গে ১০টির মতো ম্যাচে খেলেছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ