• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৬:৩৮ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

মেসি-সুয়ারেজের গোলের পরও মায়ামির হার


মঙ্গলবার ৩০শে জানুয়ারী ২০২৪ সকাল ১১:৫৫



মেসি-সুয়ারেজের গোলের পরও মায়ামির হার

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

স্প্যানিশ ক্লাব বার্সায় থাকা অবস্থায় মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ী পুরো ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করে গেছে। গতকাল রাতে আবার ফুটবল মাঠে দেখা হওয়ার সম্ভাবনা ছিল সাবেক এই বার্সা ত্রিরত্নের। কারণ সৌদি আরবের রিয়াদে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসি-সুয়ারেজের ক্লাব ইন্টার মায়ামি ও নেইমারের ক্লাব আল হিলাল। চোটের কারণে আল হিলাল তারকা মাঠের বাইরে। বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে তার পুনর্মিলনী হলো না।

অন্যদিকে মেসির সঙ্গে নতুন করে জুটি বাঁধার পর প্রথম গোল করলেন লুইস সুয়ারেজ। মেসিও গোল করলেন ও করালেন। তবুও অবশ্য ইন্টার মায়ামি জয় পেল না। সিজন কাপের প্রীতি ম্যাচে আল হিলালের কাছে ৩-৪ গোলে হারতে হয়েছে ইন্টার মায়ামিকে। তবে রিয়াদের কিংডম অ্যারেনায় ৭ গোলের রোমাঞ্চ নিশ্চয়ই রিয়াদের দর্শকদের নেইমার না থাকার আক্ষেপ ভুলিয়ে দিয়েছে।

সৌদি আরবের কিংডম অ্যারেনাতে সোমবার (২৯ জানুয়ারি) প্রীতি ম্যাচে ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, আবদুল্লাহ আল হামদান, মাইকেল ও ম্যালকম। আর মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ।

এদিন ঘরের মাঠে আল হিলাল আধিপত্য বজায় রেখেই শুরু থেকে খেলেছে। ম্যাচের দশম মিনিটেই মিত্রোভিচের গোলে এগিয়ে যায় তারা। গোলের দুই মিনিট পর আবার ব্যবধান দ্বিগুণ করেন হিলালের সৌদি তারকা আল হামদান। মায়ামি ডিফেন্ডারের ভুলে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধে মায়ামি অবশ্য এক গোল শোধ দেয়। ৩৪তম মিনিটে মায়ামির হয়ে জালের দেখা পান লুইস সুয়ারেজ। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। ৩৯তম মিনিটে মেসির গোলে সমতায় ফেরে মায়ামি। তবে মেসির করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয় যদিও গোলটি নিয়ে বিতর্ক আছে। ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন মাইকেল। কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে মেসির সামনে রোনালদোর সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি।

বিরতির পর আক্রমণে ধার বাড়ায় মায়ামি। ৫৩তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন মায়ামির ফুটবলার রুইজ। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ পেয়ে সফল স্পট কিকে গোল করতে ভুল করেননি মেসি। দুই মিনিট পর আর্জেন্টাইন এই তারকার দেয়া পাস টেনে নিয়ে লক্ষ্যভেদ করে মায়ামিকে সমতায় ডেভিড রুইজ।

দারুণ প্রত্যাবর্তনে মায়ামি ঘুরে দাঁড়ালেও শেষপর্যন্ত আর পেরে ওঠেনি তারা। ৮৮তম মিনিটে আল হিলালের জয় নিশ্চিত করেন ম্যালকম। ডান দিক থেকে সতীর্থের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি প্রো লিগের ক্লাবটি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ