• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৫:২০ (03-May-2024)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে ৩ মাস পর খুলে দেয়া হয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়


শনিবার ২২শে অক্টোবর ২০২২ বিকাল ০৩:৩৮



গোপালগঞ্জে ৩ মাস পর খুলে দেয়া হয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়

কার্যালয় খুলে দেয়ার পর সরব শ্রমিকদের একাংশ

গোপালগঞ্জে শ্রমিকদের অভ্যন্তরীন কোন্দলের কারনে ৩ মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়। 

শনিবার( ২২ অক্টোর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আদেশে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করার পর অফিসটি খুলে দেয়া হয়। 

গঠিত কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ওমর আলী মোল্যা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ সেলিম রেজা ও সচিবুর রহমান নিমাজ। 

শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ন হওয়ার পর দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ইউনিয়ন সংশ্লিষ্ট শ্রমিকদের মধ্য তীব্র ক্ষোভ বিরাজ করায় সকলের অংশগ্রহনে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ পদক্ষেপ নেয়া হয়। নির্বাচন কমিশনকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা সহ হালনাগাদ নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে অবাধ ও সুষ্ঠ নির্বাচন আয়োজনের আদেশ দেয়া হয়।

মন্তব্য করুনঃ