• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৮:৪২:৩৪ (02-Dec-2025)
  • - ৩৩° সে:

০৪:০০ পিএম, ০৪ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
অপরাধ

সাতক্ষীরায় ছিনতাইকারীর হাতে যুবক গুলিবিদ্ধ


শুক্রবার ৪ঠা নভেম্বর ২০২২ বিকাল ০৪:০০



সাতক্ষীরায় ছিনতাইকারীর হাতে যুবক গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কার্টুনিয়া রাজবাড়ি কলেজের সামনে মামুন হোসেন নামের এক যুবককে গুলি করেছে ছিনতাইকারীরা। আহত মামুন হোসেন (২৮) শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের আবদুল হামিদ গাজীর ছেলে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে কার্টুনিয়া রাজবাড়ি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মামুন হোসেনের পরিবার জানায়, কালিগঞ্জ থেকে হাজিপুরে গ্রামের বাড়িতে ফিরছিলেন মামুন। কার্টুনিয়া রাজবাড়ি কলেজের সামনে পৌঁছালে ২-৩ জন তরুণ তার গতিরোধ করে। তারা মামুনকে মারধর করে ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে ধাক্কা দিয়ে মামুন দ্রুত নিজ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গুলি করা হয়। এতে কোমরে গুলিবিদ্ধ হয় মামুন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হালিমুর রহমান জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় চোরাকারবারীর একটি গ্রুপ এ হামলা চালিয়েছে। আহত যুবক বর্তমানে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->