• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে কার্তিক ১৪৩১ রাত ১০:০৭:০৪ (10-Nov-2024)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় ট্রাক চাপায় ইটভাটা শ্রমিক নিহত, আহত-১


মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:০৭



সাতক্ষীরায় ট্রাক চাপায় ইটভাটা শ্রমিক নিহত, আহত-১

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার বাইপাস সড়কের দেবনগর এলাকায় ট্রাক চাপায় ফয়সাল হোসেন নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় সজিব নামে আহত এক স্কুলছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফয়সাল হোসেন (২৫) সদর উপজেলার নলকুড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। আহত সজিব (১৭) মথুরাপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বিনেরপোতা দিক থেকে ইটভাটা শ্রমিক ভ্যানচালক ফয়সাল হোসেন ও স্কুলছাত্র সজিব বাইসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ফয়সাল নিহত হয়। পরে স্থানীয়দের মাধ্যমে স্কুলছাত্র সজিবকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->