• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৭:১৮ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় আফ্রিকান দেশগুলো


শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৩৪



শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় আফ্রিকান দেশগুলো

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আফ্রিকার দেশগুলোর মেরিন ক্যাডেটদের জন্য ১০টি ‘বাংলাদেশ আইএমও স্কলারশিপ’ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে আফ্রিকান এলডিসি ভুক্ত দেশের প্রতিনিধিরা। 

গেল ডিসেম্বরে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন-আইএমও’র নির্বাহী পরিষদ নির্বাচনে ১৬৮টি দেশের ভোটের মধ্যে ১২৮টি ভোট পেয়ে ক্যাটাগরি ‘সি’-তে জয়লাভ করে বাংলাদেশ। পক্ষের ভোটগুলোর বড় অংশ ছিল আফ্রিকান দেশগুলোর। 

 বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাদের নিয়ে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে এমন অভিব্যক্তি জানায় সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিরা। 

 অনুষ্ঠানে আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত হয়ে বাংলাদেশের সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। আইএমও আফ্রিকান গ্রুপের পক্ষে নাইজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, এ সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় তারা। 

 বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দেশের নানা ইতিহাস তুলে ধরার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির তাগিদ দেয়া হয়। 

আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের গার্মেন্টস পণ্য রফতানি বৃদ্ধির ব্যাপারে জোর দেয়া হয় বলে জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ