• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:১০:৪৬ (14-Dec-2024)
  • - ৩৩° সে:

কুয়েতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ


বুধবার ১০ই জুলাই ২০২৪ রাত ০৮:৩৩



কুয়েতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ

কুয়েতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

কুয়েত প্রতিনিধি: 

কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দায়িত্বভার গ্রহণ করেছেন। পরে নবনিযুক্ত রাষ্ট্রদূত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রথমেই তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদান করায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এসময় তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আশ্বাস দেন। এছাড়াও তিনি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরও সহজ, আধুনিক করে sতোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময় কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->