• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩১ ভোর ০৪:৪৯:২৮ (11-Nov-2024)
  • - ৩৩° সে:

০৫:০৭ পিএম, ১১ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কারের সুপারিশ


শুক্রবার ১১ই নভেম্বর ২০২২ বিকাল ০৫:০৭



আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কারের সুপারিশ

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় আওয়ামী লীগের আট নেতাকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি জেলা আওয়ামী লীগ নেতাদের কাছে পাঠানো হয়।

বহিষ্কারের জন্য সুপারিশ করা ৮ নেতা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম ছালেহ, সহসভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়াহেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাফর ইকবাল, সদস্য ও জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, সদস্য মহিউদ্দিন ভান্ডারী ও আবদু শুক্কুর।

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় গঠনতন্ত্র না মেনে কাজ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->