• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:২২:০১ (10-Sep-2024)
  • - ৩৩° সে:

জৈন্তাপুর মডেল মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন


মঙ্গলবার ১৮ই জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৯



জৈন্তাপুর মডেল মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে মডেল মসজিদ নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত চা-শ্রমিক ও বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার রিপামনি দেবী। উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারী পুলিশ সুপার অলক শর্মা এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুকসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ৩০ জন ক্যানসার রোগী-কে ৫০ হাজার টাকা করে অনুদান এবং ৮৮৬ জন চা-শ্রমিককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া দু'টি বসত বাড়ির চাবি হস্থান্তর করা হয়। 

মন্তব্য করুনঃ


-->