• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩৯:৫৬ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

সারা পৃথিবীর প্রতিকূলতার তুলনায় বাংলাদেশ ঠিক আছে: মন্ত্রী তাজুল


শনিবার ১২ই আগস্ট ২০২৩ রাত ০৮:৫৫



No Caption

চ্যানেল এস ডেস্ক: 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সারা পৃথিবীতে আজ যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে, সে তুলনায় বাংলাদেশ এখনো ঠিক আছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এখনো ভালো আছে। আমরা আরো অনেক ডেল্টা প্ল্যানও করেছি। সারাদেশে উন্নয়ন হচ্ছে,গ্রামের সড়কগুলো পাকা হচ্ছে, চিকিৎসা সেবা দেশ এখন ব্যাংকক সিঙ্গাপুরের চেয়ে কম নয়। সকালে কুমিল্লার কোটবাড়িতে বার্ডের ময়নামতি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ডের) ৫৬তম বার্ষিক পরিকল্পনার দুইদিনব্যাপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ হামিদা বেগম সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এসময় কুমিল্লা সদর সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার। বার্ডের মহাপরিচালক হারুন অর রশিদ মোল্লা, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান পিপিএম সহ অনেকে, সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্যপর্যায়ের ১০০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ