• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৪০:৪৩ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

মায়ামির মান বাঁচালেন মেসি-সুয়ারেজ


শুক্রবার ৮ই মার্চ ২০২৪ দুপুর ০১:৫৫



মায়ামির মান বাঁচালেন মেসি-সুয়ারেজ

ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক: 

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ অনুষ্ঠিত হয় নর্থ-আমেরিকা অঞ্চলের ক্লাবগুলোর অংশগ্রহণে। আর লিগস কাপের সেরা তিন দল সরাসরি খেলে এই প্রতিযোগিতায়। ন্যাশভিলকে হারিয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা করে নেয় ইন্টার মায়ামি।

প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে সেই দলের কাছে হারতে বসেছিল লিওনেল মেসির দল। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তি আর লুইস সুয়ারেজের গোলে মান রক্ষা হয়েছে জেরার্ডো মার্টিনোর শিষ্যদের। প্রতিপক্ষের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে ইন্টার মায়ামি।

চলতি মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) কোনো ম্যাচ হারেনি ন্যাশভিল। এ ম্যাচেও তাদের শুরুটা হয় দুর্দান্ত। ম্যাচের চতুর্থ মিনিটে জ্যাকব শ্যাফেলবার্গের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৬ মিনিটে ন্যাশভিলের গোল ব্যবধান দ্বিগুণ করেন এই তারকা।

ম্যাচে কোনোভাবে প্রতিপক্ষের সঙ্গে পেরে উঠছিলেন না মায়ামির ফুটবলাররা। মাঝে মনে হচ্ছিল, ম্যাচ হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে মেসিদের। তবে ৫২ মিনিটে মেসি-সুয়ারেজের রসায়নে গোল ব্যবধান কমায় ইন্টার মায়ামি। প্রতিপক্ষে ডি বক্সের বাইরে থেকে মেসি পাস দেন উরুগুয়ের তারকা। বাঁ পায়ের জোরালো শটে ন্যাশভিলের জালে বল জড়ান আর্জেন্টাইন কিংবদন্তি।

মেসি গোলে উজ্জীবিত হন মায়ামির ফুটবলার। আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে ন্যাশভিলের রক্ষণে। তবে খেলার ধারার বিপরীতে ৮৪ মিনিটে ন্যাশভিল ব্যবধান ৩-১ করলেও, ভিএআরে গোলটি বাতিল হলে বেঁচে যায় মায়ামি।

এরপর গোল হজম থেকে বাঁচতে রক্ষণে মনোযোগি হন স্বাগতিকদের ফুটবলারদের। বুসকেটস, মেসি, সুয়ারেজ- এই ত্রয়ীকে শেষ পর্যন্ত আটকে রাখতে পারেনি ন্যাশভিলের রক্ষণ। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে বুসকেটসের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল ব্যবধান ২-২ করেন সুয়ারেজ। ফলে ড্রতে মান রক্ষা হয় ইন্টার মায়ামির।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ