• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৪৩:৩৬ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না আর্জেন্টিনা


শনিবার ৩রা ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৩৪



২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ম্যাচের বয়স ১১ মিনিট হতে না হতেই ২-০ গোলের লিড পেয়ে যায় আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে শেষ পর্যন্ত আর জিততে পারল না তারা। কামব্যাকের মাধ্যমে ৩-৩ গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে উরুগুয়ে। 

কনমেবল প্রাক-অলিম্পিক বাছাইয়ে চূড়ান্ত পর্বের টিকিট আগেই পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। যদিও এ ম্যাচের পরই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনার যুবারা। ৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট তাদের নামের পাশে। ৪ পয়েন্ট নিয়ে অলিম্পিক টিকিটের দৌড় থেকে বাদ পড়েছে উরুগুয়ে। 

ভেনেজুয়েলার ডেলগ্যাডো স্টেডিয়ামে ৭ মিনিটে একটি ও ১১ মিনিটে আরেকটি গোল করে আর্জেন্টিনা। প্রথম গোলটি লুইজ রদ্রিগেজ ও দ্বিতীয় গোলটি করেন ফাকুন্দো কুইরোজ। ১৯ মিনিটে একটি গোল শোধ করে উরুগুয়ে। কিন্তু ৬ মিনিট পর ব্যবধান ৩-১ করে ফেলে আর্জেন্টিনা। 

ম্যাচে পরের যে দুটি গোল হয়েছে, দুটিই উরুগুয়ের। ৪১ মিনিটে সিজার আরাওহোর পর ৬১ মিনিটে গোল করেন ম্যাতিয়াস আবালদো। তাতে ৩-৩ গোলের বেরসিক ড্রয়ে শেষ হয় ম্যাচ। 

চূড়ান্ত পর্বে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ৫ ফেব্রুয়ারি একে অপরের মুখোমুখি হবে তারা। ৮ ফেব্রুয়ারি প্যারাগুয়ের বিপক্ষে ও ১১ ফেব্রুয়ারি ব্রাজিলের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ