স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান।
সুমন পাল, মাধবদী(নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারী )দুপুরে উপজেলার স্বপন সাধুর বাড়ি প্রাঙ্গনে এ ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের উদ্বোধন করেন গোপালদী মোহিনী মহারাজ আশ্রমের জয় রাম মহারাজ।
স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশন মাধবদী শাখার সভাপতি দুলাল দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। বিশেষ অতিথি ছিলেন মাধবদী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ।
এসময় সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পিয়ারা বেগম, মাধবদী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দ্বীপক সাহা, স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশনের সহ সভাপতি রামু সাহা, সাধারণ সম্পাদক পল্লব চন্দ ও সহ সাধারণ সম্পাদক অরবিন্দু আঢ্য সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অসহায় ও অনাথ শিশুদের শিক্ষাদান, অসহায় মেয়েদের বিয়েতে সহযোগিতা, মৃত ব্যক্তির সৎকার ও শ্রাদ্ধ শান্তিতে সহযোগিতা, গরীব ও অসহায় বিধবা নারীদের সহযোগিতা এবং ধর্মীয় রীতিনীতি পালনে সহযোগিতার উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ সেবা ফাউন্ডেশন কাজ করে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
ফাউন্ডেশনের উদ্বোধন শেষে শিশুদের মাঝে স্কুল ব্যাগ, শীতার্তদের মাঝে কম্বল, শাড়ী ও থ্রীপিছ বিতরণ করা হয়।
মন্তব্য করুনঃ